<p style="text-align:justify">জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতির ঘটনায় আবুল কালাম (৫৫) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া মধ্যপাড়ায় এ ঘটনায় ঘটে। </p> <p style="text-align:justify">নিহত আব্দুল কালাম ওই এলাকার মৃত হোসেন আলীর ছেলে।</p> <p style="text-align:justify">পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ মঞ্জু মন্ডলের সঙ্গে তার বিরোধ চলছিল। বিরোধ সমাধান করার জন্য গ্রাম্য সালিশির আয়োজন করা হয়েছিল। গ্রাম্য সালিশ শেষ দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। এতে আঘাত পান আবুল কালাম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।</p> <p style="text-align:justify">মাদারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে গ্রামে দরবার (গ্রাম্য সালিশ) চলছিল। দরবার শেষে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।</p>