<p>রাজধানীর উত্তরার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ভবনের সামনে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তি মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।</p> <p>বুধবার (২৫ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>অজ্ঞাত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. গোলাম রব্বানী জানান, মঙ্গলবার রাত সোয়া একটার দিকে উত্তরার আমর্ড পুলিশ ব্যাটালিয়ন ভবনের সামনের রাস্তা পারাপারে সময় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাত ওই ব্যক্তি। প্রথমে তাকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।</p> <p>ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আজ ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক ঘোষণা মৃত করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছেন তিনি।<br />  </p>