<p>পল্লীকবি জসীমউদ্দীনের মেজো ছেলে ড. জামাল আনোয়ার বাসু (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪৩ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।</p> <p>বুধবার রাতেই লাশটি ফরিদপুর শহরের অম্বিকাপুরের গোবিন্দপুর গ্রামে পল্লীকবি জসীমউদ্দীনের পৈতৃক নিবাস সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কায়কোবাদ" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735131831-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১৩ বছর পর দেশে ফিরছেন বিএনপি নেতা কায়কোবাদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/25/1461261" target="_blank"> </a></div> </div> <p>ব্যক্তি জীবনে ড. জামাল আনোয়ার জার্মানিতে আর্সেনিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শিক্ষক ছিলেন। বছরের বিভিন্ন সময় তিনি বিদেশে (জার্মান), ঢাকা ও নিজ গ্রাম ফরিদপুরে বাস করতেন।</p> <p>স্থানীয়রা জানায়, জামাল আনোয়ার ব্যক্তি জীবনে দুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। জার্মানপ্রবাসী তার প্রথম স্ত্রী ২০২১ সালে সেখানেই মারা যান। প্রথম স্ত্রীর ঘরে একটি ছেলে আনিদ্রো আনোয়ার জার্মানপ্রবাসী। তবে বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছেন। দ্বিতীয় স্ত্রী রাজিয়া আনোয়ারের দুই মেয়ে মধুমালা জসীমউদ্দীন ও নকশী আনোয়ার জসীমউদ্দীন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735131270-7cca0663036c77f34af7b207c7eec769.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন মুক্তিযোদ্ধা কানু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/25/1461258" target="_blank"> </a></div> </div> <p>এর আগে জামাল আনোয়ার বাসু গত ২৩ ডিসেম্বর সকালে নিজ বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে ফরিদপুর ডায়াবেটিক মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান।</p>