<p>ফরিদপুর শহরের টেপাখোলা এলাকা থেকে বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে কোতয়ালী পুলিশ। আটককৃতরা হলেন- সদর উপজেলার সাদিপুর গ্রামের ফরহাদ মৃধার ছেলে ফয়সাল হোসেন (৩৭) ও দক্ষিণ টেপাখোলা এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৩৫)। </p> <p>আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান। এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে দক্ষিণ টেপাখোলা এলাকার নজরুল ইসলামের বাড়ির খড়ির স্তূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।</p> <p>থানা সূত্রে জানা যায়, স্বামী ফয়সাল হোসেন কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী কামরুন্নাহারের বড় বোন নুরুন্নাহারের মাথায় পিস্তল ঠেকিয়ে ধরেন। এ ঘটনায় ফয়সালের স্ত্রী কামরুন্নাহার গত বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে ওইদিন বিকেলে আটক করে তাদের তথ্যানুযায়ী নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে খড়ির স্তূপ থেকে ১টি ম্যাগজিন ও ২টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহানন্দায় পরিত্যক্ত রাইফেল উদ্ধার" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734676763-794cdb9c73f8c687c66ee249c67e263a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহানন্দায় পরিত্যক্ত রাইফেল উদ্ধার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/20/1459459" target="_blank"> </a></div> </div> <p>কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, ‘অভিযানকালে খড়ির স্তূপের মধ্যে থাকা ১টি ম্যাগাজিন ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।’</p> <p>ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা জানান, ফয়সালের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ফয়সাল ও নজরুলকে আটকের পর তাদের তথ্যের ভিত্তিতে নজরুলের বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে মাধ্যমে জানানো হবে।</p>