<p style="text-align:justify">ঢাকার উত্তরার ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুনের ঘটনায় ওবায়দুল (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p style="text-align:justify">আজ (শুক্রবার) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান। গ্রেপ্তার ওবায়দুল কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ গ্রামের বাসিন্দা। তিনি নিজেকে রেস্টুরেন্টের কর্মচারী পরিচয় দিয়েছেন।</p> <p style="text-align:justify">ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘ওবায়দুল অগ্নিকাণ্ডের আলামত সরানোর চেষ্টা করছিল। আমরা তাকে হাতেনাতে আটক করেছি।’</p> <p style="text-align:justify">আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউ সড়কের পশ্চিম পাশের লাভলীন রেস্টুরেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। আগুন লাগার পর পরই গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে।</p> <p style="text-align:justify">এদিকে, আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে উপস্থিত ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স পরিচালক (অপারেশন ও মেইনটেইনেন্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আগুনের সম্ভাব্য উৎস রেস্টুরেন্টের সিলিন্ডার গ্যাস লিকেজ। আমরা ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাই। আমাদের ১২টি ইউনিটের প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’</p> <p style="text-align:justify">আগুনে উদ্ধার ও হতাহতের সংখ্যা জানিয়ে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত মোট সাতজনকে উদ্ধার করেছি। তাদের মধ্যে অন্তঃসত্বা নারীসহ ছয়জন এবং অপরজন পুরুষ ছিল। উদ্ধারকৃতরা সবাই প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। আগুনের ঘটনায় কেউ মারা যায়নি।’ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।</p> <p style="text-align:justify">ভবনটি আগে থেকেই অগ্নিঝুঁকিপ্রবণ ছিল জানিয়ে তাজুল ইসলাম চৌধুরী জানান, ভবনে ফায়ার ফাইটিং সরঞ্জামাদি ছিল না। ভবনে কোনো ফায়ার সেফটি প্ল্যান নেই। এসব কারণে ভবনটিতে নোটিশ দেওয়া হয়েছিল।</p> <p style="text-align:justify">আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটিতে সরেজমিনে দেখা যায়, নিচতলায় লাভলীন নামক রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় ডেন্টাল ক্লিনিক, তৃতীয় ও চতুর্থ তলায় লেডিস জিম, পঞ্চম তলায় স্পা-বিউটি পার্লার এবং ষষ্ঠ তলার টিনশেডে মেস ছিল।</p>