<p>ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের একটি শাখায় ডাকাতির চেষ্টাকালে আটক দুই কিশোর ও এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের রিমান্ড চাইবে পুলিশ।</p> <p>ব্যাংকের সিনিয়র অফিসার তারেক মামুন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় আটক তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।</p> <p>তিন আসামিকে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে আজ শুক্রবার জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/20/1734687892-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫ দিন বন্ধ থাকবে ডাচ-বাংলা ও ন্যাশনাল ব্যাংকের লেনদেন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/12/20/1459499" target="_blank"> </a></div> </div> <p>বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানায় ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ বলেন, মৃত্যু পথযাত্রী একজন রোগীকে (কিডনি সমস্যায় অসুস্থ) বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসে তারা।</p> <p>পুলিশ সুপার বলেন, ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে ঢাকার পাশে দক্ষিণ কেরানীগঞ্জ চুনকুটিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা করে তিন কিশোর। আটক করার পর তাদের হাতে ১৮ লাখ টাকা ও চারটি খেলনা পিস্তল ও দুটি দেশীয় ছুরি পাওয়া যায়।</p> <p>তিনি বলেন, এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এ কারণে তারা ব্যাংকে ডাকাতি করতে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। বাকি তিন লাখ টাকা দিয়ে আইফোন কেনার কথা জানায় তারা।</p> <p>এর আগে ওইদিন দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে।</p>