<p>সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটনকেন্দ্র লাল শাপলার বিল দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ তরুণ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), একই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১) এবং সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (২০)। নিহতদের মধ্যে মোহন ও তাহমিদ আপন চাচাতো ভাই। <br /> জানা গেছে, সুনামগঞ্জ জেলার ছাতক পৌর এলাকার ৪ জন তরুণ একটি প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) করে শুক্রবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলা বিল বেড়াতে আসেন। ঘুরাঘুরি শেষে ফেরার পথে সকাল ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কে বাঘেরসড়ক এলাকায় আসার পর তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোহন ও তাহমিদ নিহত হন। প্রাইভেটকারের অন্য দুই যাত্রীকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় হাফিজুর রহমান মারা যান। তবে মাহি নামে আরেকজন গুরুতর অসুস্থ অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।</p> <p>এসব তথ্য নিশ্চিত করে সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনকে স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার মেডিক্যালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্থান চলছে।</p>