হঠাৎ প্রত্যাহার হওয়া আলোচিত সেই ওসি পাওনাদারের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন। গতকাল শুক্রবার কালের কণ্ঠে ‘ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে ময়মনসিংহের নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ গতকাল শুক্রবার বিকেলে ও রাতে বেশ কয়েকজন পাওনাদারকে ডেকে নিয়ে ও ফোনে যোগাযোগ করে টাকা পরিশোধের ব্যবস্থা করেন।
আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওসি (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম।
জানা যায়, আইন-শৃঙ্খলার অবনতি ছাড়াও নানা কর্মকাণ্ডের কারণে ময়মনসিংহের নান্দাইল থানার ওসিকে গত শুক্রবার প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
এ ঘটনা জানাজানি হলে পরদিন সকাল থেকেই থানায় আসতে শুরু করেন ওসির পাওনাদাররা।
আরো পড়ুন
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ না করে চলে যাওয়ায় তাঁরা একে একে বিচ্ছিন্নভাবে থানায় আসতে থাকেন। এ সময় ওসিকে থানায় না পেয়ে ক্ষুব্ধ হয়ে চলে যান তারা।
এ অবস্থায় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে চাপে পড়েন ওসি ফরিদ।
তিনি শুক্রবার অনেককেই ফোন করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে টাকা পরিশোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর বাজারের ইসহাক মার্কেটের প্রাইম কালেকশনের মালিক মো. মোফাজ্জল হোসেন খান রেনু টাকা পাওয়ার কথা সত্যতা স্বীকার করে জানান, তাকে ফোন করেন ওসি ফরিদ। পরে ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকায় নিয়ে বকেয়া ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা পরিশোধ করেন।
অন্যদিকে নান্দাইল সদরের সুবর্ণ ইলেকট্রনিকসের মালিক ফরহাদ জানান, তিনিও তার বকেয়ার ১১ হাজার টাকা পেয়েছেন।
এই জন্য তিনি কালের কণ্ঠকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে নান্দাইল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে তিনি অনেকের টাকা পরিশোধ কছেছেন। বাকিদের দ্রুত পরিশোধ করবেন।
আরো পড়ুন
ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়