<p>হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকচাপায় সজল মিয়া (৩৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।</p> <p>সজল হবিগঞ্জের লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে।</p> <p>পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে লাখাই থেকে সজল ও তার পাঁচ বন্ধু সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসেন। সেখানে খাওয়া-দাওয়া শেষে দুপুরে তার চাচাতো ভাই রুবেলের মোটরসাইকেলযোগে চুনারুঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডি মাজারের অদূরে জামটিলা এলাকায় পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। </p> <p>তারা আরো জানায়, সজল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি চাপা দেয়। তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন চিকিৎসা। </p> <p>চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।</p>