ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

চুনারুঘাটে ট্রাকচাপায় পর্যটকের মৃত্যু

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
চুনারুঘাটে ট্রাকচাপায় পর্যটকের মৃত্যু
ঘাতক ট্রাক। ছবি : কালের কণ্ঠ

হবিগঞ্জের চুনারুঘাটে ট্রাকচাপায় সজল মিয়া (৩৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সজল হবিগঞ্জের লাখাই উপজেলার কাসেমপুর গ্রামের আব্দুল ছিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে লাখাই থেকে সজল ও তার পাঁচ বন্ধু সাতছড়ি জাতীয় উদ্যানে ঘুরতে আসেন।

সেখানে খাওয়া-দাওয়া শেষে দুপুরে তার চাচাতো ভাই রুবেলের মোটরসাইকেলযোগে চুনারুঘাট বাজারের দিকে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের চন্ডি মাজারের অদূরে জামটিলা এলাকায় পৌঁছলে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। 

তারা আরো জানায়, সজল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি চাপা দেয়। তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে বিকেল ৩টায় মৃত ঘোষণা করেন চিকিৎসা।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শাহিনুরের বিরুদ্ধে। গতকাল শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের আনুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর নিহতের স্বামী শাহিনুর পলাতক রয়েছেন।

জানা যায়, দুই বছর আগে আফরিন আক্তার বৃষ্টির (২২) বিয়ে হয় ওই গ্রামের শাহিনুর রহমানের সঙ্গে।

বর্তমানে তাদের সংসারে একটি কন্যাসন্তান আছে। বিয়ের পর থেকে আফরিন আক্তার বৃষ্টিকে যৌতুকের জন্য তার স্বামী শাহিনুর রহমান প্রায় নির্যাতন করে আসছিলেন। গত (১৪ মার্চ) শুক্রবার সন্ধ্যায় আফরিন আক্তার বৃষ্টিকে মারধর করে মুখে বিষ ঢেলে দেন তার স্বামী। এরপর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জহুরুল ইসলাম জানান, যৌতুকের দাবিসহ নানা বিষয় নিয়ে তার বোনকে প্রায় মারধর করতেন শাহিনুর। শুক্রবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে আবারও তাকে মারধর করেন এবং সেই আঘাতে মারা যান। বিষয়টি ভিন্ন খাতে নেওয়ার জন্য হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেন স্বামী শাহিনুর।  

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এরপর লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশ রেখে স্বজনদের বিক্ষোভ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাশ রেখে স্বজনদের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে আবু লাল (৩৫) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নিহতের স্বজন ও স্থানীয়রা। অবরোধকারীদের দাবি, ওই যুবককে হত্যা করা হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে মহাসড়কের মদনপুর অংশে এ অবরোধ করা হয়। এতে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

পরে পুলিশের আশ্বাসে তারা সড়ক থেকে সরে যায়।

নিহত আবু লাল ব্রাহ্মণবাড়িয়ার রামপুর থানার দুখু মিয়ার ছেলে। তিনি মদনপুরের চানপুর এলাকায় ভাড়া থাকতেন।

বিক্ষোভকারীরা জানায়, তুচ্ছ বিষয় নিয়ে মাহবুব এবং রাশেদসহ ৩ জন মিলে আবু লালকে বেধড়ক মারধর করেন।

পরে এই অপমান সহ্য করতে না পেরে বিষপান করে তিনি আত্মহত্যা করেন। জড়িতদের গ্রেপ্তার এবং এর সুষ্ঠু বিচার চান তারা।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির সঙ্গে মাহবুব নামের এক ব্যক্তির আর্থিক লেনদেন ছিল। এক পর্যায়ে মাহবুবের কাছ থেকে ধার নেওয়া টাকা পরিশোধে ব্যর্থ হচ্ছিলেন আবু লাল।

এ নিয়ে শুক্রবার বিকেলে মাহবুব ভিকটিমকে মারধর করে। একপর্যায়ে ভিকটিম অপমান সহ্য করতে না পেরে বিষ পান করে গুরতর অসুস্থ হন। পরে আবু লালের স্বজনরা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় আবু লালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
পরে নিহতের স্বজনরা আবু লালকে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ তুলে দোষীদের বিচার ও গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, একজনের মৃত্যু নিয়ে হত্যার বিচারের দাবিতে আন্দোলন করেছিল স্বজন ও তার এলাকার মানুষজন। তাদের সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গত রাতেই ভিকটিমের পরিবার মাহবুবের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে। নিহতের মরদেহটি ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর হঠাৎ বিকেলে স্বজনরা মহাসড়কে অবরোধ করে। আমরা তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি।’

আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

মন্তব্য

রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ ২ নারী আটক

রাজশাহী ব্যুরো
রাজশাহী ব্যুরো
শেয়ার
রাজশাহীতে ৫ কেজি হেরোইনসহ ২ নারী আটক
প্রতীকী ছবি

রাজশাহীতে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাংগোবাড়ী এলাকা থেকে তাদের আটক হয়।

গ্রেপ্তাররা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ী গ্রামের মো. আবুল কাশেমের স্ত্রী মোসা. নাজমা (৫৩) এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী তাহমিনা বেগম মিনু (৫৫)। 

রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়।

তল্লাশির এক পর্যায়ে পাঁচ কেজি হেরোইনসহ দুই নারীকে আটক করা হয়।

তিনি আরো বলেন, এ ঘটনায় গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

সংবাদ প্রকাশের পর পাওনাদারদের টাকা পরিশোধ করছেন ওসি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
সংবাদ প্রকাশের পর পাওনাদারদের টাকা পরিশোধ করছেন ওসি
ওসি ফরিদ আহম্মেদ।

হঠাৎ প্রত্যাহার হওয়া আলোচিত সেই ওসি পাওনাদারের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন। গতকাল শুক্রবার কালের কণ্ঠে ‘ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে ময়মনসিংহের নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ গতকাল শুক্রবার বিকেলে ও রাতে বেশ কয়েকজন পাওনাদারকে ডেকে নিয়ে ও ফোনে যোগাযোগ করে টাকা পরিশোধের ব্যবস্থা করেন।

আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওসি (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম।

জানা যায়, আইন-শৃঙ্খলার অবনতি ছাড়াও নানা কর্মকাণ্ডের কারণে ময়মনসিংহের নান্দাইল থানার ওসিকে গত শুক্রবার প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ ঘটনা জানাজানি হলে পরদিন সকাল থেকেই থানায় আসতে শুরু করেন ওসির পাওনাদাররা।

আরো পড়ুন
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ না করে চলে যাওয়ায় তাঁরা একে একে বিচ্ছিন্নভাবে থানায় আসতে থাকেন। এ সময়  ওসিকে থানায় না পেয়ে ক্ষুব্ধ হয়ে চলে যান তারা।

এ অবস্থায় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে চাপে পড়েন ওসি ফরিদ।

তিনি শুক্রবার অনেককেই ফোন করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে টাকা পরিশোধ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর বাজারের ইসহাক মার্কেটের প্রাইম কালেকশনের মালিক মো. মোফাজ্জল হোসেন খান রেনু টাকা পাওয়ার কথা সত্যতা স্বীকার করে জানান, তাকে ফোন করেন ওসি ফরিদ। পরে ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকায় নিয়ে বকেয়া ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা পরিশোধ করেন। 

অন্যদিকে নান্দাইল সদরের সুবর্ণ ইলেকট্রনিকসের মালিক ফরহাদ জানান, তিনিও তার বকেয়ার ১১ হাজার টাকা পেয়েছেন।

এই জন্য তিনি কালের কণ্ঠকে ধন্যবাদ জানান। 

এ ব্যাপারে নান্দাইল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে তিনি অনেকের টাকা পরিশোধ কছেছেন। বাকিদের দ্রুত পরিশোধ করবেন।

আরো পড়ুন
ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়

ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়

 
প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ