খুলনায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
খুলনায় বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনায় ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বাংলাদেশ প্রতিদিনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে রাজনীতিবিদ, ব্যবসায়ী, উন্নয়নকর্মী ও গণমাধ্যম ব্যক্তিদের নিয়ে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগর সেক্রেটারী অ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম জহির, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন, খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক নবাব, জ্যেষ্ঠ সাংবাদিক শেখ দিদারুল আলম, শেখ আবু হাসান, অমিয় কান্তি পাল, এইচএম আলাউদ্দিন, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার খুলনার ব্যুরো প্রধান সামছুজ্জামান শাহীন সভাপতিত্ব করেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
সংগৃহীত ছবি

নরসিংদীতে সাদ্দাম হোসেন (৩) নামের এক শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সদর উপজেলার শীলমান্দি বিলপাড় এলাকার একটি পরিত্যক্ত জায়গা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ২টায় বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু সাদ্দাম। সে বিলপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ সুপার আব্দুল হান্নান জানায়, নিহত শিশুটির বাবা একজন প্রবাসী। শিশুটির বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হওয়ার পর আরেক প্রবাসীর সঙ্গে বিয়ে হয়। সে বর্তমানে ছেলেকে নিয়ে তার বাবার বাড়িতে থাকে। গত বৃহস্পতিবার দুপুরে শিশুটি নিখোঁজ হলে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়।

আজকে যেখান থেকে শিশুটির লাশ উদ্ধার হয়েছে। 

আরো পড়ুন
মসজিদের কার্নিশ ভেঙে যাওয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মসজিদের কার্নিশ ভেঙে যাওয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

 

তিনি জানায়, ধারণা করা হচ্ছে, রাতের যেকোনো সময় ঘটনাস্থলে দুর্বৃত্তরা লাশটি ফেলে গেছে। লাশটির শরীর ফুলে পচন ধরে গেছে। শিশুটির তো কোনো শত্রু থাকতে পারে না।

কেউ হয়তো নিজেদের স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে শিশুটিকে বলির পাঠা বানিয়েছে। আমরা সবগুলো বিষয় আমলে নিয়ে তদন্ত শুরু করেছি।

পুলিশ সুপার আরো জানায়, নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেইসঙ্গে সাধারণ ডায়েরিটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

মন্তব্য

লাকসামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
লাকসামে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লার লাকসামে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় এ উপলক্ষ্য উপজেলার পৌর শহরের বিএস টাওয়ারের স্ক্যান লাউঞ্জে কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিদিনের লাকসাম প্রতিনিধি ফারুক আল শারাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ও দায়রা জর্জ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কালের কণ্ঠ'র লাকসাম প্রতিনিধি মো. মুজিবুর রহমান দুলাল, ইত্তেফাক সংবাদদাতা মো. আবদুল কুদ্দুস, লাকসাম প্রেস ক্লাবের আহ্বায়ক মনির আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান স্বপন, সদস্য মিজানুর রশীদ, ডিবিসি নিউজর কুমিল্লা জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন চৌধুরী, মানবজমিন পত্রিকার লাকসাম প্রতিনিধি মো. কামরুল ইসলাম প্রমুখ।

মন্তব্য

কুমিল্লায় মসজিদের পাশ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় মসজিদের পাশ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার হোমনায় মসজিদের পাশে বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন (৩২) ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মো. জামান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিল্লাল হোসেন স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে চলাফেরা করতেন।

তার নামে হোমনা থানায় দুটি মাদক ও একটি চুরির মামলা আছে। সরকার পরিবর্তের পর থেকে ঘারমোড়া বাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে গ্রুপিং চলছে।

নিহতের মা সেলিনা বেগম জানান, কয়েক দিন আগে টাকার বিনিময়ে একই গ্রামের নজরুল ইসলামের সঙ্গে বিল্লাল হোসেন (৩২) নদীতে মাছ ধরতে যান। কিন্তু নজরুল ইসলাম মাছ বিক্রির টাকা বিল্লাল হোসেনকে না দেওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরের দিন তার জাল চুরি হলে বিল্লাল হোসেনকে দোষারোপ করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

নিহতের মা আরো বলেন, শনিবার রাতে একই গ্রামের কাজম আলীর ছেলে দুলাল মিয়া বিল্লাল হোসেনকে ডেকে নেয়। পরে বিল্লাল আর বাড়ি ফেরেনি। সকালে শুনি মসজিদের পাশে তার গলা কাটা লাশ পাওয়া গেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। খুনের তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি, দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারব।

মন্তব্য

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি
শেয়ার
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর
ছবি : কালের কণ্ঠ

ঝিনাইদহের মহেশপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক ব্যবসায়ীর ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের নিকট একটি অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে মহেশপুরের জলিলপুর সড়কে আব্দুল হামিদ সাড়ে তিন শতক ডিসিআরভুক্ত জমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিজ নিয়ে একটি সেমি পাকা ভবন নির্মাণ করেন। পরে ওই ভবনে ডেকোরেটরের ব্যবসা শুরু করেন তিনি।

 
দীর্ঘদিন ধরে সেখানে নির্বিঘ্নে ব্যবসা করে আসছেন তিনি।

আরো পড়ুন

শিক্ষিকাকে শ্লীলতাহানি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

শিক্ষিকাকে শ্লীলতাহানি মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

 

গত ২৬ ফেব্রুয়ারি মহেশপুর বণিক সমিতি থেকে একটি সালিসির চিঠি পান তিনি। পরে বণিকি সমিতিতে গিয়ে জানতে পারেন ওই জমির দাবি করছেন স্থানীয় শেখ মো. আনোয়ার সাদত রিপন নামের এক ব্যক্তি। সমিতিতে সালিসের সময় হামিদকে দ্রুত ওই জমিসহ ব্যবসাপ্রতিষ্ঠান তাকে দিয়ে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেওয়া হয়।

এরপর উপায় না পেয়ে গত ৩ মার্চ ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন করেন তিনি। তখন আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করে।

আরো পড়ুন

আ.লীগ এমপির ব্যানার নিয়ে প্রশ্ন, যুবদলকর্মীকে পিটিয়ে হত্যা

আ. লীগ এমপির ব্যানার নিয়ে প্রশ্ন, যুবদলকর্মীকে পিটিয়ে হত্যা

 

আব্দুল হামিদ বলেন, ‘আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রিপন ও তার ক্যাডার বাহিনী। পুরো ভবন ভাঙচুর করেছে।

প্রতিষ্ঠানে থাকা ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে তারা।’

অভিযোগ অস্বীকার করে মো. আনোয়ার সাদত রিপন বলেন, ‘ওই জায়গায় আমাদের মার্কেট রয়েছে। হামিদ যে জায়গায় ব্যবসা করে ওই জায়গাটাও আমাদের। তিনি মূলত সাবেক এমপি চঞ্চলের লোক। সম্ভবত ৫ আগস্টের পর থেকেই বিভিন্ন সময় ওই প্রতিষ্ঠান ভাঙচুর করেছে বহিরাগতরা।

এখন তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

আরো পড়ুন

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

 

এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা কালের কণ্ঠকে বলেন, ‘শুনেছি ওই জমি নিয়ে দুই পক্ষের বিরোধ আছে। এখন বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে চলে গেছে। বিজ্ঞ আদালত যে নির্দেশনা দিবে আমারা সেটাই পালন করব।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ