ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

ঢাকা, শনিবার ২২ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১, ২১ রমজান ১৪৪৬

কুমিল্লায় মসজিদের পাশ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় মসজিদের পাশ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার হোমনায় মসজিদের পাশে বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (১৬ মার্চ) সকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের একটি মসজিদের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন (৩২) ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মো. জামান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিল্লাল হোসেন স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে চলাফেরা করতেন।

তার নামে হোমনা থানায় দুটি মাদক ও একটি চুরির মামলা আছে। সরকার পরিবর্তের পর থেকে ঘারমোড়া বাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে তাদের মধ্যে গ্রুপিং চলছে।

নিহতের মা সেলিনা বেগম জানান, কয়েক দিন আগে টাকার বিনিময়ে একই গ্রামের নজরুল ইসলামের সঙ্গে বিল্লাল হোসেন (৩২) নদীতে মাছ ধরতে যান। কিন্তু নজরুল ইসলাম মাছ বিক্রির টাকা বিল্লাল হোসেনকে না দেওয়ায় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরের দিন তার জাল চুরি হলে বিল্লাল হোসেনকে দোষারোপ করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।

নিহতের মা আরো বলেন, শনিবার রাতে একই গ্রামের কাজম আলীর ছেলে দুলাল মিয়া বিল্লাল হোসেনকে ডেকে নেয়। পরে বিল্লাল আর বাড়ি ফেরেনি। সকালে শুনি মসজিদের পাশে তার গলা কাটা লাশ পাওয়া গেছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ‘আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। খুনের তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি, দ্রুতই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে পারব।

মন্তব্য

সম্পর্কিত খবর

নাটোরে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত, অপর দুই ভাই আহত

নাটোর প্রতিনিধি
নাটোর প্রতিনিধি
শেয়ার
নাটোরে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত, অপর দুই ভাই আহত
ছবি: কালের কণ্ঠ

নাটোরের বড়াইগ্রামে মসজিদের জায়গা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক ভাই নিহত এবং অপর দুই ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে নওপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, মসজিদের জায়গা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় আহত হন তিন ভাই। তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিন (৪৫) মৃত্যুবরণ করেন।

গুরুতর আহত দুই ভাইকে রাজমাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নাজিমুদ্দিন নওপাড়া গ্রামের আলাউদ্দিনের চেলে।

গ্রামবাসী ও নিহতের ছেলে নাইম উদ্দিন জানান, নওপাড়া গ্রামের আব্দুল গণি গ্রামের মসজিদের জন্য কিছু ‍জমি দান করেন। কিন্তু গণি মিয়ার ছেলে ফারুক হোসেন সে জমি দিতে অস্বীকার করেন।

এ নিয়ে তিনি আদালতে মামালাও করেন। আজ শুক্রবার সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য নিজামুদ্দিন ও তার চাচাত ভাই আরিফ এবং জাহাঙ্গীর ফারুকের চাল মিলে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ের ফারুক তিনজনকেই এলোপাথারি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় গ্রামবাসী তিনজনকে উদ্ধার করে নাটোর আধুনিক সদরর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিমুদ্দিনের মৃত্যু হয়।
 

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

মন্তব্য

লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজ শিশুটির লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিখোঁজের তিনদিন পর রায়হান মল্লিক (১০) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার (২১ মার্চ) সকালে সুগন্ধা নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

রায়হান মল্লিক গৌরিপাশা এলাকার মো. আলী মল্লিকের ছেলে।

পুলিশ জানায়, গত ১৮ মার্চ ভোরে প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সঙ্গে সুগন্ধা নদীতে মাছ ধরা দেখতে যায় গৌরিপাশা গ্রামের শিশু রায়হান মল্লিক।

নদীতে জাল ফেলার পরে নৌকায় অপেক্ষা করতে থাকে তারা দুজন। এ সময় বরগুনাগামী মিতালী-৫ লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে গেলে জেলে বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে পারলেও শিশু রায়হান নদীতে ডুবে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান পরিচালনা করলেও খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার তিন দিন পর শুক্রবার সকালে সুগন্দা নদীর দপদপিয়া লঞ্চঘাট এলাকায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা ভাসমান লাশ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে জানায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘শিশুর মরদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

সদরপুরে বাঁধ অপসারণ করে এক কিলোমিটার নদী দখলমুক্ত

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
সদরপুরে বাঁধ অপসারণ করে এক কিলোমিটার নদী দখলমুক্ত
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের সদরপুরে অবৈধ বাঁধ অপসারণ করে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর এম কিলোমিটার পানিপথ দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এতে সন্তোষ প্রকাশ করেছেন নদী থেকে জীবিকা নির্বাহ করা জেলেরা।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কাড়ালকান্দি গ্রাম নদীর ৩টি স্থানে এক কিলোমিটার বাঁধ অপসারণ করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন। উক্ত অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, সদরপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে অতিষ্ঠ হয়ে এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানালে তারা ইউএনওকে মৌখিক অভিযোগ করেন। পরে ইউএনওর নিদের্শনায় বাঁধ অপসারণের উদ্যোগ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

কাড়ালকন্দি গ্রামের কৃষক এস্কেন্দার আলী বলেন, ‘৬ মাস আগে নদীতে বাঁধ দিয়ে কয়েকজন মিলে মাছ ধরা শুরু করেন। এতে আড়িয়াল খাঁ ও পদ্মা নদীতে শতাধিক মৎস্যজীবীর মাছ ধরা বন্ধ হয়ে যায়।

এমনকি তিনি খালে নৌকা চলাচলও এখান দিয়ে বন্ধ হয়ে যায়। এখান দিয়ে কেউ মাছ ধরা, শাপলা ও ঘাস কাটতে যেতে পারত না। কেউ গেলেই হুমকি ধামকি দেওয়া হতো। আমাদের অনেক জায়গা ঘুরে পণ্য পরিবহন করতে হত।

আরো পড়ুন
সফর অবস্থায় রোজা ভাঙার বিধান

সফর অবস্থায় রোজা ভাঙার বিধান

 

তিনি আরো বলেন, ‘এতে শতাধিক পরিবারের জীবন-জীবিকা বন্ধ হয়ে গিয়েছিল। দুর্ভোগের শেষ ছিল না। এ ছাড়া উৎপাদিত কৃষি পণ্য, বিলের ঘাস এবং শাপলা নৌকায় করে খাল দিয়ে পরিবহন করতে পারত না সাধারণ চরের মানুষ।’

কাড়ালকান্দি গ্রামের বাসিন্দা ইয়াকুব আলী বলেন, ‘নদীর বাঁধ অপসারণ করা হয়েছে। এখন আমরা এখান থেকে মাছ ধরে, শাপলা তুলে ও ঘাস কেটে জীবিকা নির্বাহ করতে পারব।

সহজেই সব পণ্য পরিবহন করতে পারব।’ এ জন্য ইউএনওকে ধন্যবাদ জানান এই বাসিন্দা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন বলেন, ‘সাংবাদিক ও এলাকাবাসীর মৌখিক অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর এক কিলোমিটার বাঁধ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এমন কাজ অব্যাহত থাকবে।’

মন্তব্য

দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি : শাহাজাদা মিয়া

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
দেশে একমাত্র শান্তির দল হলো বিএনপি : শাহাজাদা মিয়া
ছবি: কালের কণ্ঠ

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহুরুল হক শাহাজাদা মিয়া বলেছেন, একমাত্র শান্তির দল হলো বিএনপি। এ ছাড়া বাংলাদেশে আর শান্তির দল আছে বলে আমার জানা নাই। তারেক রহমান আমাদের হুঁশিয়ারি করে দিয়েছেন সামনে আমাদের কঠিন দিন আসতে পারে। অনেক কুচক্রী মহল আমাদের দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

 

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলা চত্বরে সদর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি দিয়ে  আ.লীগ নেতার ভুঁড়িভোজ

বিএনপিতে পদ পেয়ে ৩ খাসি দিয়ে আ.লীগ নেতার ভুঁড়িভোজ

 

জহুরুল হক শাহাজাদা মিয়া বলেন, ‘আমরা সরকার গঠন করব না, জাতি সরকার গঠন করবে। আমরা চাইলে একাই সরকার গঠন করতে পারতাম, কিন্তু সেটা করি নাই। আমরা উদারপন্থী রাজনীতি করি।

তিনি আরো বলেন, ‘জনগণ চায় তাড়াতাড়ি নির্বাচন। ভোটের অধিকার। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই দ্রুত নির্বাচন দিয়ে দিন। জনগণ যাকে ভোট দিবে, সেই দলই সরকার গঠন করবে।

দুবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ইচ্ছা করলে যতদিন বাঁচবে ততদিন তারা এ দেশের প্রধানমন্ত্রী থাকতে পারবেন। কিন্তু তারা সেই আশা করেন না। এই সিদ্ধান্ত দেশের জনগণের হাতেই ছেড়ে দিয়েছেন। জনগণ হলো মূলশক্তি।
এজন্য এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না।’

সম্মেলনে আরো বক্তব্য প্রদান করেন সুপ্রিম কোর্ট শাখা আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বর, সাবেক সভাপতি মোকলেছুর রহমান, জেলা যুবদল নেতা শাহরিয়ার সুমন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুন্সি ইশারত, ছাত্রদল নেতা মশিউর রহমান প্রমুখ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ