কুমিল্লায় মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সুয়াগাজী বাজারে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ঈদকে সামনে রেখে মহাসড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গা থেকে দখলদারমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। 

আরো পড়ুন
মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

মাঝরাতে রুমে গিয়ে প্রস্তাব, অক্ষয়কে ফিরিয়ে দেন আয়েশা

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ এ অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করা হয়েছিল। এ ছাড়া সড়কের পাশে ফুটপাত দখল করে দোকানপাট গড়ে ওঠে। বিভিন্ন সময় কাঁচামালের দোকানদার ও ভাসমান দোকানদাররা এসব দোকানপাটকে ঘিরেই আবার মহাসড়কের উপর বাজার বসায়। যে কারণে মহাসড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল ব্যাহত হয়।

চট্টগ্রাম থেকে ঢাকাগামী যানবাহন সুয়াগাজী বাজার স্ট্যান্ডের নির্ধারিত জায়গায় না দাঁড়িয়ে জনবহুল বাজার এলাকায় দাঁড়াতে গিয়ে জটলা সৃষ্টি করে। ঈদের সময় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে সুয়াগাজী বাজারে যানজটের সৃষ্টি হয়। বিগত সময়ে সড়ক ও জনপথ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে নির্মিত স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তা অপসারণ করা হয়নি। সম্প্রতি জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ঈদ প্রস্তুতি সভায় মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার মহাসড়কের সুয়াগাজী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 

সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান বলেন, ঈদে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঘরমুখো মানুষের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন করার জন্য মহাসড়কের উপরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছি। সুয়াগাজী বাজার সড়ক ও জনপথ বিভাগের জায়গায় যত অবৈধ স্থাপনা আছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসকের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন
সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে যা করবেন

সম্পর্কের স্থায়িত্ব বাড়াতে যা করবেন

 

সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন নিমসার ও সুয়াগাজী দুইটি গুরুত্বপূর্ণ বাজার। সুয়াগাজী বাজারে অন্তত ১৪০০ দোকানপাট রয়েছে। এর মধ্যে কিছু অবৈধ ব্যবসায়ী মহাসড়কের ফুটপাত দখল করে দোকান করেছে এবং কেউ কেউ সড়কের উপরেও চলে আসে। এছাড়া একশ্রেণির মানুষ এসব দোকান থেকে অবৈধভাবে টাকা উত্তোলন করে সুবিধা ভোগ করছে। আমরা এসব অনিয়ম বন্ধ করে মহাসড়ক নিরবিচ্ছিন্ন রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছি। 

তিনি আরো বলেন, ঈদে ঘরমুখো মানুষ যেন এই বাজারে যানজটে না পড়েন –এই বিষয়টি মাথায় রেখে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা এখানে ছিলেন, তাদেরকে বারবার সরে যাবার জন্য নোটিশ দেওয়া হলেও তা শুনেননি। তাই আমরা আজ সেনাবাহিনী, পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বাজার মালিক সমিতিকে সাথে নিয়ে উচ্ছেদ করছি।    

সুয়াগঞ্জ বাজার সমিতির সভাপতি নাসির উদ্দিন আহমেদ বলেন, সরকারিভাবে সিদ্ধান্তে বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। এখানে আমাদের বলার কিছু নাই।

আরো পড়ুন
কওমি মাদরাসার শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পাবেন

কওমি মাদরাসার শিক্ষকরা সরকারি বেতন-ভাতা পাবেন

 

মহাসড়কের অন্যান্য স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। আর ঈদকে সামনে রেখে জনভোগান্তি নিরসণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

নারায়ণগঞ্জে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
নারায়ণগঞ্জে ইজিবাইকচালককে গলা কেটে হত্যা, আটক ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইসহাক মিঝি (৪৫) নামের এক ইজিবাইকচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সোহরাব হাওলাদার (৪০) নামের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। রবিবার (২৩ মার্চ) ভোররাতে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় রেললাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ইসহাক মিঝি চাঁদপুর মতলবের নায়েরগাঁও ইউনিয়নের আয়ুব আলীর ছেলে।

সে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় রেজাউলের বাড়িতে ভাড়া থাকেন। এ বাড়ির কাছেই শফিকের মালিকানাধীন ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

আটক সোহরাব হাওলাদার পটুয়াখালীর রাঙ্গাবালী বাহেরচর গ্রামের মৃত আতহার হাওলাদারের ছেলে। সে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকার লালের বাড়িতে ভাড়া থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার সময় চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন ঘর থেকে বের হলে তিন-চারজন লোককে ইজিবাইক চালককে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখেন। তখন তাদের দেখে দাঁড়িয়ে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় একজনকে এলাকাবাসী আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। বাকিরা পালিয়ে যায়।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় একজন আটক রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হলো এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।'

মন্তব্য

ফকিরহাটের সাবেক আওয়ামী ভাইস চেয়ারম্যান সুজা গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
ফকিরহাটের সাবেক আওয়ামী ভাইস চেয়ারম্যান সুজা গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় সাতশেয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আরো পড়ুন
বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

 

পুলিশ জানায়, এ নিয়ে ফকিরহাটে গত ৮ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ৩৮ জনকে প্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

ফকিরহাট উপজেলার মোট ৮টি ইউনিয়নে এ অভিযান চলছে। 

আরো পড়ুন
দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, 'বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার সকালে তাকে বাগেরহাট বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হবে। এ নিয়ে এখনও পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট এবং বিশেষ অভিযানে ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

'

মন্তব্য

বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
শেয়ার
বকেয়া বেতন-বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। আজ রবিবার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত দেড়ঘণ্টা তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আরো পড়ুন

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

 

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়নি। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি।

এরপর গত ১১ মার্চ হঠাৎ কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। বেতন না দিয়ে কারখানা বন্ধের ঘোষণা দেওয়ায় এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। ওই সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

 

এদিকে শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় আজ সকাল থেকে বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এতে ওই সড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারীরা।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নিয়ে যায়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশ ২-এর পরিদর্শক ইসমাইল হোসেন কালের কণ্ঠকে বলেন, 'এই কারখানার শ্রমিকরা গত কয়েকদিন আগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে ২০ মার্চের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে ‘নো ওয়ার্ক নো পে’ ঘোষণা করে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

আরো পড়ুন

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু

 

এরপর আজ রবিবার সকাল ৭টা থেকে শ্রমিকরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নেন।

পরে সকাল সাড়ে ৮টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এখন শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।'

মন্তব্য

দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শেয়ার
দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, শোকে চলে গেলেন বড় বোনও

আপন ছোট ভাইয়ের লাশ দেখতে এসে বড় বোনেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় শনিবার (২২ মার্চ) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বাবুগঞ্জের রহমতপুর মীরগঞ্জ সড়কের বকুলতলা নামক স্থানে আব্দুস সাত্তার খান মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।

এ সময় তাকে তার স্বজনরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রওনা হন। তবে পথিমধ্যে আহত আব্দুস সাত্তার খানের মৃত্যু হয়। 

আরো পড়ুন
বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের ঠাঁই নেই : ব্রাহ্মণবাড়িয়ায় নেতারা

 

পরে তার লাশ উপজেলার ক্ষুদ্রকাঠীর গ্রামের বাড়িতে আনা হয়। অন্যান্য স্বজনদের মতো তার বড় বোন লুৎফুন্নেসা বকুল বেগমও আসেন ভাইয়ের মৃত্যুর সংবাদ পেয়ে।

শনিবার সন্ধ্যার দিকে ছোট ভাইয়ের বাড়িতে এসে ভাইয়ের লাশ দেখে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন লুৎফুন্নেসা। ভাই হারানোর শোকে ঘটনাস্থলেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। একই পরিবারে ভাইয়ের মৃত্যুর সংবাদে বোনের মৃত্যুর এমন ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম। 

আরো পড়ুন
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

 

আব্দুস সাত্তার খান বাবুগঞ্জ উপজেলার ক্ষুদ্র কাঠী এলাকায় অবস্থিত মেসার্স খান ব্রিকসের স্বত্তাধিকারী ছিলেন।

তার বড় বোন লুৎফুন্নেসা বকুল উপজেলার খানপুরা গ্রামের মৃত আনসার আলী মোল্লার স্ত্রী এবং রাশেদ খান মিলন মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের মা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ