কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযানে মহাসড়কের পাশের কাঁচাবাজার, চায়ের দোকান, খাবারের দোকান, ফলের দোকানসহ শতাধিক স্থাপনা এক্সকাভেটর দিয়ে উচ্ছেদ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেনের নেতৃত্বে গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী, চৌদ্দগ্রাম থানার পুলিশ, উপজেলা, পৌরসভাসহ অন্যান্য দপ্তরের লোকজন সহায়তা করেন।