নোয়াখালীতে শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নোয়াখালীতে শিক্ষিকাকে হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তারকে সিএনজি চালিত অটোরিকশায় হেনস্তার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 

এর আগে, গত ১১ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী টু মাইজদী আঞ্চলিক মহাসড়কে শিক্ষিকাকে হেনস্তার ঘটনা ঘটে। মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা শিক্ষিকাকে মারধর করে সংঘটিত ছিনতাইয়ে জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তি ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।    

খোঁজ নিয়ে জানা যায়, গত ১১ মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে বিদ্যালয় থেকে চৌমুহনী চৌরাস্তা দিয়ে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে একলাশপুর বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠে শিক্ষিকা পারভীন আক্তার। কিছু পথ যাওয়ার পর সিএনজির ভেতরে থাকা কয়েকজন পুরুষ তাকে শারীরিকভাবে হেনস্তা করে তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এ সময় তারা শিক্ষিকার ব্যাগ থেকে টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

পরে অটোরিকশাটি কলেজ গেইট থেকে একলাশপুর বাজার পর্যন্ত প্রায় ৩০ মিনিট বিভিন্ন স্থানে ঘুরে ভিকটিমকে একটি নির্জনস্থানে নিয়ে নামিয়ে দেয়।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘শিক্ষার্থীরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে মানববন্ধন করে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলি। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আগেই নেওয়া হয়েছে।

তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’  
 

মন্তব্য

সম্পর্কিত খবর

ধামরাইয়ে সাংবাদিকের ছেলেকে অজ্ঞান করে দুই লাখ টাকা লুট

ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
ধামরাইয়ে সাংবাদিকের ছেলেকে অজ্ঞান করে দুই লাখ টাকা লুট
প্রতীকী ছবি

ধামরাই থানাসংলগ্ন কালের কণ্ঠের সাংবাদিকের বাসায় ঢুকে তাঁর ছেলেকে অজ্ঞান করে আসবাবপত্র তছনছ করে সোয়া দুই লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ধামরাই থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী।

কালের কণ্ঠের ধামরাই প্রতিনিধি আবু হাসানের ছেলে মোহাম্মদ তানভির জানান, দুপুর সোয়া ১২টার দিকে বোরকা পরা দুজন মহিলা, তাঁদের সঙ্গে বাচ্চা এক ছেলে ও ২০-২২ বছরের এক যুবক বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রধান ফটকের ভেতরে ঢোকেন। এ সময় আকস্মিকভাবে পেছন থেকে তাঁর (তানভির) মুখে রুমাল চেপে ধরেন ওই যুবক। এরপর ওই যুবক অজ্ঞান হয়ে গেলে ভবনের ভেতরে ঢুকে পাঁচটি কক্ষের আলমারি, ওয়ার্ডরোব, শোকেস ও ট্রাঙ্কের তালা খুলে জিনিসপত্র তছনছ করে ওয়ার্ডরোবে থাকা সোয়া দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।


 

মন্তব্য

গলাচিপা ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক, সংবাদ সম্মেলন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
শেয়ার
গলাচিপা ইউএনও’র অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাক, সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেজ ‘UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা)’ হ্যাক হয়েছে। 

ইউএনও মিজানুর রহমান এ বিষয়টি রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৯টার পর জানতে পারেন। পরে তিনি রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

 

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, রবিবার রাত সাড়ে ৯টার দিকে আমার অফিসিয়াল ফেসবুক পেজ UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর তারা (হ্যাকাররা) এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই।

আমি আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করেছি। 

এদিকে UNO Galachipa (উপজেলা প্রশাসন গলাচিপা)-এর ফেসবুক পেজ হ্যাক করে রবিবার (১৬ মার্চ) রাতে যা লেখা তা হুবহু তুলে ধরা হলো-

‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত।

তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?

বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। Who is free from it? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।

মাথা উঁচু করে বাঁচতে চাই।

করলাম না এই প্রশাসনের চাকরি। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে?

সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। Every dog has its barking day.

মন্তব্য

হাসিনা দেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে : অলি আহমদ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
হাসিনা দেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে : অলি আহমদ
ছবি: কালের কণ্ঠ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে পরিকল্পিতভাবে পঙ্গু করে দিয়ে গেছে। অর্থনৈতিক, সামাজিক, রাষ্ট্রীয়, স্বাস্থ্য, আইন বিচার, শিক্ষা খাতকে সে পঙ্গু করে পালিয়ে গেছে। হাসিনা চেয়েছিলেন দেশকে পঙ্গু করে ভারতের কাছে হস্তান্তর করবেন। বিডিআর হত্যায় শেখ হাসিনা সরাসরি জড়িত।

ভারতের সৈন্যরা এ হত্যাকাণ্ড চালিয়েছে। তার ধারাবাহিকতায় জুলাই-আগস্টের হত্যাকাণ্ডেও ভারতের সৈন্যরা করেছে। দেশবাসী দেখেছে সে সৈন্যরা হত্যাকাণ্ড চালিয়ে কিভাবে পালিয়ে গেছে। এগুলো একমাত্র সম্ভব হয়েছে আমাদের বিভিন্ন সার্ভিসের মধ্যে ভারতের দালাল আর হাসিনার আজ্ঞাবহ লোকদের লোকদের কারণে।
বর্তমানে সেসব দালালদের হাত থেকে যতদিন মুক্ত করতে পারবেন না ততদিন দেশ এগিয়ে যাবে না। তাই বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে বলছি আপনি সাহসের সঙ্গে এগিয়ে যান আমরা আপনাকে পূর্ণ সহযোগী করব। আমরা ভারতের দালালমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই। বর্তমানে সময়ক্ষেপণ করছে কখন কোথায় কি হচ্ছে এ আশঙ্কায়।
কোনো প্রশাসন কাজ করছে না। এখনো কোনো গণহত্যাকারীর ফাঁসির আদেশ হয় নাই। হাসিনার আমলে আমাদের রাজনীতিবিদদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে সেগুলো এখনো প্রত্যাহার করা হয়নি।

রবিবার (১১ মার্চ) চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর এলডিপির যৌথ উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. অলি আহমদ বীর বিক্রম এসব কথা গুলো বলেন।

চট্টগ্রাম মহানগর এলডিপির আহবায়ক সৈয়দ গিয়াস উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপির সভাপতি সাবেক সংসদ সদস্য মো. নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল ও গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী, গণতান্ত্রিক যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব নাছির উদ্দীন, চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, গণতান্ত্রিক ওলামা দল চট্টগ্রাম মহানগর আহবায়ক মো. শাহ আলম, পটিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।

মন্তব্য

রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র আরসা সন্ত্রাসী বাহিনীর সদস্যরা হাতুড়ি দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রবিবার (১৬ মার্চ) রাতে উখিয়া উপজেলার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা হাবিজুর রহমান (৩২) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আটক সন্ত্রাসীর নাম বাদশাহ মিয়া।

নিহত হাবিজুর রহমান প্রকাশ হারুন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। নিহত রোহিঙ্গার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে জানিয়েছেন পুলিশ। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ