নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টা পর ছেলে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

টাঙ্গাইলে মধুপুরে মাকে হত্যার ৭ ঘণ্টা পর ছেলে রাজিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মহিষমারা ইউনিয়নের মধ্য শালিকা গ্রামে নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা করে ছেলে। ঘটনার পর ছেলে পালিয়ে যায়।

জানা যায়, মাদকাসক্ত রাজিব ওই গ্রামের মানসিক ভারসাম্যহীন খায়রুলের ছেলে।

দরিদ্র পরিবারটি রাজিবকে ভালো করার জন্য অনেক চেষ্টা করে। নিরাময়কেন্দ্রে রাজিবকে ভর্তি করানো হয়। ভবঘুরে বাবা সংসার, স্ত্রী ও ছেলে কারো খোঁজ নেন না। মা রাজিয়া অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান।
নিরাময়কেন্দ্র থেকে সম্প্রতি চিকিৎসা নিয়ে রাজিব বাড়িতে আসে। শুক্রবার রাতে নেশার টাকা না পাওয়ায় হঠাৎ মায়ের ওপর চড়াও হয় রাজিব। এক পর্যায়ে এলোপাতাড়ি কোপাতে থাকে মা রাজিয়াকে। এ সময় রাজিবের স্ত্রী শোভা খাতুন (২৫) বাধা দিতে গেলে তাকেও কোপায়।
মায়ের মৃত্যু নিশ্চিত হওয়ার পর পাশে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখার চেষ্টাকালে এলাকাবাসী জানতে পারে এই নৃশংসতার কথা। পরে তারা এগিয়ে এলে রাজিব সেখান থেকে পালিয়ে যায়।

আরো পড়ুন
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে যা বললেন তৌসিফ

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা নিয়ে যা বললেন তৌসিফ

 

এলাকাবাসী জানায়, রাজিবের স্ত্রীকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে পুলিশি অভিযানে মহিষমারার ঘোনাপাড়া থেকে ঘাতক রাজিবকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় শেষে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা
সংগৃহীত ছবি

শেরপুরে নিয়মিত বাজার মনিটরিংকালে শহরের শহীদ বুলবুল সড়ক এবং নয়ানি বাজারের ঘোষপট্টি এলাকায় ফ্যাশন হাউজ, জামা-কাপড়ের দোকান ও মিষ্টির দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। রবিবার (১৬ মার্চ) দুপুরে শহরের মুন্সীবাজারে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। 

বাজার মনিটরিং অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।

আরো পড়ুন
ইফতারের পর ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

ইফতারের পর ক্লান্তিভাব দূর করবেন যেভাবে

 

অভিযানে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণে পরিচ্ছন্নতার ঘাটতির কারণে ভ্রাম্যমাণ আদালতে মেসার্স নন্দ গোপাল মিষ্টান্ন ভান্ডারকে দু’হাজার টাকা জরিমানা করা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন: ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের অভিযোগে ওই মিষ্টির দোকানের পরিচালক উত্তম ঘোষকে এ অর্থদণ্ড অনাদায়ে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মিষ্টি তৈরির কারখানা ও সংরক্ষণের স্থানের পরিবেশ উন্নয়নের নির্দেশনা প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে দোকানের পরিচালক উত্তম ঘোষ অর্থদণ্ডের দু’হাজার টাকা পরিশোধ করেন।

এ দিন মনিটরিংকালে মাহবুব ফ্যাশন হাউজকে যথাযথভাবে ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্য বা লাভের অসামঞ্জস্যতা লক্ষ্য করে ব্যবসায়ীকে সতর্ক করা হয়। শহরের পরিমল বস্ত্রালয়সহ আরও কয়েকটি কাপড় এবং মিষ্টির দোকান পরিদর্শন করে ক্রয় মূল্যের রসিদ ও বিক্রয় মূল্য যাচাই করা হয়। একইসাথে ভেজাল, নকল ও মানহীন পণ্য যাতে বিক্রি না করা হয় এবং যৌক্তিক মুনাফায় পণ্যসামগ্রী বিক্রির বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন - জেলা প্রশাসনের মনিটরিং টিমের সদস্য ক্যাব শেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাকিম বাবুল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব জাকির হোসেন।

বাজার মনিটরিং টিমকে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশের একটি দল এবং কালেক্টরেট জিএম শাখার সাপোর্ট স্টাফরা।

প্রাসঙ্গিক
মন্তব্য

ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
ঝালকাঠিতে সাবেক পিপি কারাগারে
সংগৃহীত ছবি

চারটি মামলায় ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি), আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান রসুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৬ মার্চ) সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম।

ঝালকাঠি আইনজীবী সমিতিতে হামলা, জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত্ হোসেনের বাড়িতে হামলার ঘটনার মামলাসহ ছয়টি মামলার আসামি তিনি।

এর মধ্যে চারটি মামলায় জমিন আবেদন করে আদালতে হাজির হন তিনি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন তিনি।

প্রাসঙ্গিক
মন্তব্য

মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার একটি বাজার থেকে তাদের গ্রেপ্তার করে ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেপ্তার আসামিরা হলেন দুলাল গাজী (৫০) ও তার ছেলে হৃদয় গাজী (২৫)।

রবিবার বিকেল ৫টার দিকে মাদরাসাছাত্রীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় বাবা ও ছেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে মাদরাসায় যাওয়া-আসার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন। এরপর গত ২২ জানুয়ারি ওই ছাত্রীকে মাদরাসার সামনে থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে গোপালগঞ্জ জেলায় তার খালাবাড়িতে নিয়ে রাখেন হৃদয় গাজী। পরে হৃদয় গাজী ভুক্তভোগী ছাত্রীকে ওই বাড়িতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে ওই ছাত্রীকে হৃদয় গাজী তার বাড়িতে নিয়ে আসেন।

এরপর ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় নিজ বাড়িতে আটকিয়ে রেখে ছেলে ধর্ষণ করেন বলে অভিযোগ। 

আরো পড়ুন
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ভুক্তভোগীর মা বাদী হয়ে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সোমবার মাদরাসাছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হবে।

মন্তব্য

কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ইসমাইল হোসেন (৪৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইসমাইল চরলরেন্স এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ও কমলনগর উপজেলার চরলরেন্স যুবলীগের সভাপতি এবং চরলরেন্স ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, ইসমাইল কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও অন্য মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে বিরোধীদল দমন-পীড়নসহ বিস্তর অভিযোগ রয়েছে।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, যুবলীগ নেতা মো. ইসমাইল মেম্বারকে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে তোরাবগন্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
 

মন্তব্য

সর্বশেষ সংবাদ