ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১, ১৫ রমজান ১৪৪৬

মির্জাপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
মির্জাপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ইলিয়াস আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনা গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন— গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ ভ্যানের চালক জামাল, কনস্টেবল হারুন অর রশিদ ও রাশেদ, শ্রমিক ইলিয়াস আলী, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।

জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের উপজেলার বাইপাস নতুন বাসস্ট্যান্ড পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাস্তা সচল করতে রাত ৩টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করছিলেন শ্রমিকরা।

এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন দুই আলু ব্যবসায়ী এবং ওসিসহ পুলিশ সদস্যরা। এরমধ্যে ঢাকাগামী দ্রুতগতির অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য, দুই আলু ব্যবসায়ী ও এক শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে ভর্তি করা।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইলিয়াস আলীর মৃত্যু হয়। ইলিয়াস আলী রংপুরের বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে।

দুর্ঘটনার পর থেকে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পরে আজ শনিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসা চলছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি
শেয়ার
মসজিদের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১
ফাইল ছবি

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা তোলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৬ মার্চ) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৫ মার্চ) ইফতারের পূর্বে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ছোট সগুনা গ্রামে এ ঘটনা ঘটে।

ওই সংঘর্ষে উভয়পক্ষের অনন্ত ১০ জন আহত হয়েছেন।  

বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন জানান, ছোট সগুনা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছে। গ্রামবাসীর নিকট থেকে মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলন করাকে কেন্দ্র করে গ্রামের আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে শনিবার ইফতারের পূর্ব মুহূর্তে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয়পক্ষের অনন্ত ১০ জন আহত হন।

ওসি আরো বলেন, আহতদের মধ্যে আলাউদ্দিন গ্রুপের কৃষক আজাহার আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন রোববার সকালে তিনি মারা যান। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
সময় বাড়ল আরো

৪ মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
শেয়ার
৪ মাসে বেনাপোল দিয়ে ১৯ হাজার মেট্রিক টন ভারতীয় চাল আমদানি
সংগৃহীত ছবি

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত চার মাসে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। চলতি অর্থবছরে ১৭ নভেম্বর থেকে ১৩ মার্চ পর্যন্ত ভারত থেকে এই চাল আমদানি করা হয়। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রণালয় থেকে অনুমোদনপ্রাপ্ত ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠান শুল্কমুক্ত কোটায় এ চাল আমদানি করে। তবে ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলেও দেশের বাজারে দামের ওপর কোনো প্রভাব পড়ছে না।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বেনাপোল বন্দর দিয়ে ৩৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। অর্থাৎ এ নিয়ে গেল চার মাসে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।

আরো পড়ুন
লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

 

খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত গত ৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারিভাবে নন-বাসমতি সিদ্ধ চাল ও আতপ চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর অনুকূলে এলসি খোলার সময়সীমা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, দেশের চালের বাজার স্থিতিশীল ও ক্রেতাসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার দেশের শীর্ষ আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে বাইরের দেশ থেকে চাল আমদানির অনুমতি দেয়।

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দাম নিয়ন্ত্রণে রাখতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বাইরের দেশ থেকে চাল আমদানির এই সিদ্ধান্ত নেয় সরকার।

আরো পড়ুন
কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা

কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যা

 

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, আটটি চাল আমদানিকারক প্রতিষ্ঠান গত ১৭ নভেম্বর থেকে ১৩ মার্চ পর্যন্ত ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি করেছে। সারা দেশে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল ৯২ প্রতিষ্ঠানকে। দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সিদ্ধ এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল তাদের।

 

অনেক প্রতিষ্ঠান এই সময়ের মধ্যে আমদানি করতে পারেনি। তারপরও সরকার ২৫ দিন সময় নির্ধারণ করে দেয় আমদানি করা চাল বাজারজাত করার জন্য। আশানুরূপ চাল আমদানি না হওয়ায় পরে তা প্রথম দফায় ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ায় সরকার। তারপরও আমদানিতে ধীরগতির কারণে আবারও সময় বাড়ায় সরকার। এভাবে পর্যাপ্ত পরিমাণ চাল আমদানি না হওয়ায় এবারও চতুর্থবারের মতো আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সময় বাড়িয়েছে সরকার।

এ সময়ের মধ্যে সব চাল আমদানি হলে বাজারে চালের দাম কমে আসবে বলে তিনি মনে করেন।

আরো পড়ুন
আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালানোর ঘটনায় ক্ষুব্ধ পরিবার

আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালানোর ঘটনায় ক্ষুব্ধ পরিবার

 

এদিকে চাল আমদানি অব্যহত থাকলেও বাজারে দামের ওপর এর কোনো প্রভাব পড়ছে না। বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। রোজার শুরু থেকেই সব ধরনের চালের দাম কেজিতে চার-পাঁচ টাকা বেড়েছে। অব্যাহতভাবে চালের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।

ভুক্তভোগীরা বলছেন, চালের দাম কমানোর জন্য সরকারের নানামুখী উদ্যোগের পরও সুফল মিলছে না। ভারত থেকে চাল আমদানি হলেও দেশীয় চালের দামের ওপর তার কোনো প্রভাব পড়ছে না। রোজার শুরুতেই সব ধরনের চালের দাম বেড়েছে। চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ। রোজায় সবজিসহ অন্যান্য জিনিসপত্র কিনতে পারলেও চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।

বেনাপোল বাজারের খুচরা চাল ব্যবসায়ী রাসেল মিয়া কালের কণ্ঠকে বলেন, রোজার শুরুতেই চালের দাম কেজিতে চার-পাঁচ টাকা বেড়েছে। রোজার আগের ৬৪ টাকা কেজি দরের ২৮ জাতের চাল বর্তমানে বিক্রি হচ্ছে ৬৮-৬৯ টাকা, ৭২ টাকার মিনিকেট ৭৬ টাকা, ৫২ টাকার মোটা চাল ৫৬ টাকা, ৮৪ টাকার বাসমতি চাল বিক্রি হচ্ছে ৮৮-৯০ টাকা কেজি। আমদানীকৃত ভারতীয় একটি চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা কেজি দরে। তবে বাজারে ক্রেতাদের মধ্যে ভারতীয় চালের চাহিদা কম।

তিনি বলেন, রোজার মধ্যে চালের দাম কমার তেমন কোনো সম্ভাবনা নেই। ভারতীয় চাল আমদানি অব্যাত থাকলেও বাজারে দামের ওপর কোনো প্রভাব পড়ছে না। তবে সামনে নতুন চাল বাজারে উঠলে সরবরাহ বাড়লে দাম কমতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান জানান, ‘আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব অনেক বেশি। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হওয়ায় আমদানি বাণিজ্য সম্প্রসারণের সময় স্বল্পতা ও আর্থিক সাশ্রয় ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বাড়ায়। পণ্য পরিবহনে যাতায়াতব্যবস্থা রয়েছে উন্নত। এই বন্দর থেকে পণ্য ছাড়করণের পর অতি দূরত্ব পৌঁছাতে পারে দেশের বিভিন্ন জেলা শহরের বাজারগুলোতে।'

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত চার মাসে ভারত থেকে ১৮ হাজার ৮০০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চাল আমদানির জন্য সরকার আবারও এক মাস সময় বৃদ্ধি করেছে।'

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, 'ভারত থেকে আসা আমদানীকৃত চালের ট্রাক স্থলবন্দর অভ্যন্তরে ঢুকলেই দায়িত্বশীল কর্মকর্তারা তা দ্রুত ছাড়করণের ব্যবস্থা গ্রহণ করেন। যাতে আমদানীকৃত চাল দেশের বাজারে দ্রুত সরবরাহ হতে পারে।'

মন্তব্য

লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
লাকসামে যৌথ বাহিনীর অভিযানে আটক ৫
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার লাকসামে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, মাদক ও অন্যান্য সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, দুটি চাপাতি, একটি ছেনি (ধারালো অস্ত্র), একটি কাঁচি, একটি নোটবুক, পাঁচটি মোবাইল সেট, পাঁচটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।

শনিবার (১৫ মার্চ) দিবাগত গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- লাকসাম পৌরসভার সাতবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. খোরশেদ আলম, গুনতি গ্রামের মৃত আনু মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন অন্তর, কাদ্রা গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে মো. সাফায়ত উল্লাহ, একই গ্রামের মো. আব্দুল আজিজের ছেলে মো. সুজন মিয়া এবং উত্তর সাতবাড়িয়া গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে হুমায়ুন ফরিদ।

আরো পড়ুন
নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সারা দেশে যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অপারেশন চলছে। তারই ধারাবাহিকতায় লাকসামেও এই অভিযান অব্যাহত রয়েছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এ বিশেষ অভিযান পরিচালনা করে। ওই সময় লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাদরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করলে প্রতিটি এলাকা সন্ত্রাস ও মাদকমুক্ত হবে।

লাকসাম থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে থানায় কোনো পূর্ববর্তী মামলা না থাকলেও তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন
আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালানোর ঘটনায় ক্ষুব্ধ পরিবার

আবরার হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি পালানোর ঘটনায় ক্ষুব্ধ পরিবার

 

অভিযানের নেতৃত্বে থাকা মেজর তাহসিন ফয়সাল জানান, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে।

মন্তব্য

কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় যুবককে গলাকেটে হত্যা

কুমিল্লার হোমনায় বিল্লাল হোসেন নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে কোনো এক সময়ে তাকে জবাই করে হত্যার পর রাস্তার পাশে একটি গ্যারেজের সামনে ফেলে রাখা হয়। বিল্লাল হোসেন (৩৫) হোমনা উপজেলা ঘাড়মোড়া ইউনিয়নের বড়ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ।

 

রবিবার (১৬ মার্চ) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম।

আরো পড়ুন

দুদকের মামলায় জামিন পাননি সাবেক খাদ্যমন্ত্রী

দুদকের মামলায় জামিন পাননি সাবেক খাদ্যমন্ত্রী

 

স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানান, রবিবার সকাল ৭ টার দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।

আরো পড়ুন

নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

নারীর ইমামতিতে নামাজ, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

 

হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাবেদউল ইসলাম বলেন, 'এ হত্যাকাণ্ডের কারণ জানতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যার পেছনে কোনো পূর্ব শত্রুতা, ব্যক্তিগত বিরোধ, মাদক বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

'

মন্তব্য

সর্বশেষ সংবাদ