মির্জাপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
মির্জাপুরে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, ওসিসহ আহত ৭
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের ধাক্কায় ইলিয়াস আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনা গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

আহতরা হলেন— গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, পুলিশ ভ্যানের চালক জামাল, কনস্টেবল হারুন অর রশিদ ও রাশেদ, শ্রমিক ইলিয়াস আলী, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।

জানা গেছে, ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক মহাসড়কের উপজেলার বাইপাস নতুন বাসস্ট্যান্ড পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর তুলে দিলে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা আলুর বস্তা রাস্তায় পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে রাস্তা সচল করতে রাত ৩টার দিকে ঢাকাগামী অপর একটি ট্রাকে আলুর বস্তাগুলো লোড করছিলেন শ্রমিকরা।

এ সময় পাশেই দাঁড়িয়েছিলেন দুই আলু ব্যবসায়ী এবং ওসিসহ পুলিশ সদস্যরা। এরমধ্যে ঢাকাগামী দ্রুতগতির অপর একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ওই দুই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ওসিসহ পাঁচ পুলিশ সদস্য, দুই আলু ব্যবসায়ী ও এক শ্রমিক গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে পাঁচজনকে ভর্তি করা।
সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শ্রমিক ইলিয়াস আলীর মৃত্যু হয়। ইলিয়াস আলী রংপুরের বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে।

দুর্ঘটনার পর থেকে সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হয়। পরে আজ শনিবার দুপুর ১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রাক তিনটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে পুলিশ।

গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসা চলছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

কেন্দুয়ায় পৃথক স্থানে দুই বাড়িতে আগুন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
কেন্দুয়ায় পৃথক স্থানে দুই বাড়িতে আগুন
সংগৃহীত ছবি

সিঁদ কেটে ঘরে ঢুকে মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল পুড়ে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা পুড়ে গেছে। শুক্রবার (২১ মার্চ) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নে ওয়াই দক্ষিণ পাড়া গ্রামে সেনা সদস্য আরিফুজ্জামানের বাড়িতে এ ঘটনা ঘটে। 

পরিবারের অভিযোগ, ঘরে সিঁদ কেটে ঢুকে রক্ষিত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এতে ঘরের আসবাবপত্রসহ বহু মালামাল পুড়ে গেছে। পরে গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় ঘরে সিঁদকাটা দেখা যায় বলে গ্রামবাসী জানান।

আরো পড়ুন
মন ভালো করবে ‘হাউ সুইট’, বিরক্ত হবার সুযোগ নেই: অমি

মন ভালো করবে ‘হাউ সুইট’, বিরক্ত হবার সুযোগ নেই: অমি

 

অপর দিকে একই রাতে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উত্তরপাড়া গ্রামের সোহাগ মিয়ার বসতঘরে আগুন লেগে বসতঘরসহ রান্না ঘর পুড়ে যায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোহাগ মিয়ার বসতঘরে ২ লাখ ৪ হাজার নগদ টাকা ছিল। সব পুড়ে গেছে। এতে ৫ লাখের বেশি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা।

 

কেন্দুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কামরুল হাসান জানান, গড়াডোবা ইউনিয়নের ওয়াই গ্রামের আগুনের ঘটনার খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

অপরদিকে মোজাফফরপুর ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের আগুনের ঘটনা বিভিন্ন সংবাদকর্মীদের মাধ্যমে আজ জানতে পেরেছি। তবে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে আগুন লাগার কোনো অভিযোগ পাই নাই।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর প্রতিনিধি
শেয়ার
সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন জাতির জন্য ভালো হবে না : এ্যানি
ছবি: কালের কণ্ঠ

সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘বিতর্কিত না করাটাই ভালো। উনি উনার জায়গায় আছেন, উনার জায়গায় থাকবেন। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে।

এই বিতর্ক ঠিক হচ্ছে না। ৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতো দেশের জন্য দায়িত্ব নিয়েছেন। সুতরাং সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এটাও জাতির জন্য ভালো হবে না।’

শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা শহরের পুরাতন গোহাটা রোডের বশির ভিলা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

আরো পড়ুন
আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

 

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘ফ্যাসিবাদের লড়াই আমরা যারা অবতীর্ণ ছিলাম সবাইকে দৃঢ় ঐক্যের মধ্যে থাকতে হবে। সুদৃঢ় ঐক্যটা খুব জরুরি। বিভিন্ন রাজনৈতিক আলোচনা রাজনৈতিক দলের মধ্যে থাকা উচিত।

ব্যক্তি আলোচনায় যাওয়া উচিত না।’

এ্যানি বলেন, ‘দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকের বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে।

এই চক্রান্ত মেনে নেবো না। মেনে নেওয়া হবে না, কোন সুযোগ দেওয়া হবে না। আমাদের  ঘাম, শ্রম ও রক্ত আছে। লাখ লাখ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণন্ত্রের শক্ত ভিত প্রয়োজন।’ 

আরো পড়ুন
মেজর জিয়াউর রহমান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন নাসির উদ্দীন

মেজর জিয়াউর রহমান ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন নাসির উদ্দীন

 

তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতোদিন ভালো লাগেনি তারাতো পালিয়ে গেছে। কিন্তু তাদের সবলোক ও টাকা পালায়নি। তারা এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ গভীর ষড়যন্ত্র তারা কিছু কিছু লোক নিয়ে করছে। যারা বিএনপির ভালো চায় না। যারা বিএনপি ক্ষমতায় আসুক, এটা চায় না। যারা এদেশে গণতন্ত্রে ভিত শক্তিশালী হোক, এটা চায় না। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে।’

জেলা ওলামা দলের আহবায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

মন্তব্য
নির্মীয়মাণ মডেল মসজিদে হামলা

জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
জাতীয় নাগরিক কমিটির সদস্য গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পিরোজপুরে মডেল মসজিদ নির্মাণ স্থানে হামলা, ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুরের ১ নম্বর সদস্য মুসাব্বির মাহমুদ সানিকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২২ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটে পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকা থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান।

মুসাব্বির মাহমুদ সানি পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড মাছিমপুর এলাকার মৃত মো. কিসলুর ছেলে।

জানা যায়, শুক্রবার দুপুরে মুসাব্বির মাহমুদ সানি নিজেকে ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয় দিয়ে ৩০ থেকে ৪০ জনের একটি দল নিয়ে পিরোজপুর পৌরসভার অধীনে নির্মীয়মাণ মডেল মসজিদের সাইটে হামলা চালান। হামলাকারীরা সাইটের স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ব্যাপক ভাঙচুর করেন এবং অফিসকক্ষে থাকা ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে ফেলেন।

ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার শহিদুল ইসলাম এ ঘটনায় মুসাব্বির মাহমুদ সানি, সানির ভাই কথিত ছাত্র সমন্বয়ক সাজিদ ও সাজিদুল ইসলাম নামের একজনের বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন।

জানা গেছে, এর আগে সানি সংশ্লিষ্টদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান বলেন, ‘মুসাব্বির মাহমুদ সানির বিরুদ্ধে ভাঙচুর, ছিনতাই ও চাঁদাবাজির, অগ্নিসংযোগের অভিযোগ এবং মামলা হয়েছে। এ ঘটনায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। এ ছাড়া পিরোজপুর বলেশ্বর ব্রিজ টোল প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততা পাওয়া গেছে।

তবে এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য

পিরোজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, ঘরে আগুন

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
পিরোজপুরে প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টা, ঘরে আগুন
সংগৃহীত ছবি

পিরোজপুর সদর উপজেলায় এক প্রতিবন্ধীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মজিবুর রহমান সরদার ওরফে বেনুর (৭০) নামের মামলা করা হয়েছে। শুক্ররার (২১ মার্চ) একটি গুদামঘরে এই ঘটনা ঘটে। ঘরটি পুড়িয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, ২২ বছরের ওই প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা করেন মজিবুর রহমান সরদার ওরফে বেনু (৭০)।

পরে ডাকচিৎকারে শুনে ঘরের জানালা ভেঙে তাকে উদ্ধার করে স্থানীয়রা। 

ভুক্তভোগীর ভাই জানান, বেনু বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য বৃষ্টি রানী বলেন, একটি টিনের ঘরে এই ধরনের অপকর্ম করেন বেনু। ঘরটি পুড়িয়ে দিয়েছে স্থানীয়রা।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বলেন, বেনুর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী।

মন্তব্য

সর্বশেষ সংবাদ