মন ভালো করবে ‘হাউ সুইট’, বিরক্ত হওয়ার সুযোগ নেই : অমি

  • কনটেন্ট বানিয়েছি ওটিটির, ফিডব্যাক পাচ্ছি সিনেমার
  • দেখার পর দর্শক বলবে, পয়সা উসুল
  • কনটেন্ট যতক্ষণ দর্শক ধরে রাখতে পারবে, আমি ঠিক ততটুকুই বানাই
বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
মন ভালো করবে ‘হাউ সুইট’, বিরক্ত হওয়ার সুযোগ নেই : অমি
‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের পোস্টারে অপূর্ব, ফারিণ ও পাভেল

অপরিচিত দুটি ছেলে-মেয়ের এক হঠাৎ জার্নি আর সেই জার্নিতে ঘটতে থাকে নানা রকম ঘটনা। সেই ঘটনাগুলো কী বলতে চায়—এমন গল্পের আভাসেই নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। 

এর মধ্যে ফিল্মটির টিজার, ট্রেলার এবং একটি গান উন্মুক্ত হয়েছে, যা দর্শকরা লুফে নিয়েছেন। দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত এর নির্মাতা কাজল আরেফিন অমি কালের কণ্ঠকে বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি।

আমি কনটেন্ট বানিয়েছিলাম ওটিটির জন্য কিন্তু দর্শক ফিডব্যাক দিচ্ছে সিনেমার মতো, অর্থাৎ সিনেমাটিক রেসপন্স দিচ্ছে। মানুষ এটাকে সিনেমা হিসেবে ট্রিট করছে, এটা খুবই ভালো লাগছে।’

দর্শকদের পরিপূর্ণ বিনোদন দেবে ‘হাউ সুইট’, এমনটাই জানালেন এর পরিচালক। ৯০ মিনিট ব্যাপ্তির এই ওয়েব ফিল্মে রোমান্স, অ্যাকশন, কমেডি, নাচ-গান সব কিছুই রয়েছে।

সেই সঙ্গে পরিচালক এও জানালেন, দর্শকের সময় নষ্ট হবে না, এক সেকেন্ডও বিরক্ত লাগবে না।

May be an image of 2 people and wedding


     
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতা বলেন, ‘হাউ সুইট’ একটা গুড ফিল, অর্থাৎ মন ভালো করার মতো কনটেন্ট, একটা হ্যাভ ফান কনটেন্ট যেখানে একটু রোমান্স, একটু কমেডি, একটু অ্যাকশন থাকবে। দর্শকরা ঘরে বসে যেন একটু সিনেমাটিক এক্সপেরিয়েন্স নিতে পারে সে জন্যই ওটিটিতে কনটেন্টটি করেছি। 

তিনি আরো বলেন, দর্শক এই ঈদে তাদের ওয়াচলিস্টে ‘হাউ সুইট’কে এগিয়ে রাখবে।

বিনোদিত হতে চাইলে তারা এই কনটেন্টটি দেখবে। আমি এমন একটা কনটেন্ট বানাতে চেয়েছি যেটা দেখার পর দর্শকরা বলবে, পয়সা উসুল। সেই সঙ্গে এও বলবে যে, তারা প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছে। বর্তমানে ওটিটির যে পরিধি, আমি চেষ্টা করেছি সেটা ব্রেক করে কিছু একটা বানাতে। 

May be an image of 2 people, beard and people smiling

কনটেন্টের ব্যাপ্তি অনেক সময় বেশি দর্শক আগ্রহ হারিয়ে ফেলেন।

সেদিকে খেয়াল রাখেন কি না, এমন প্রশ্নে অমি বলেন, ‘আমার কনটেন্টগুলোর ক্ষেত্রে ব্যাপ্তি যতক্ষণই হোক না কেন, আমি সব সময় মাথায় রাখি যে, দর্শক এক সেকেন্ডের জন্যও যেন বিরক্ত না হয়। ব্যাপ্তির চেয়ে আমার কাছে গল্পটা বেশি প্রাধান্য পায়। কনটেন্ট যতক্ষণ দর্শক ধরে রাখতে পারবে, আমি ঠিক ততটুকুই বানাই।’ 

‘হাউ সুইট’-এর ব্যাপ্তি ৮৬ মিনিট, এন্ড টাইটেল মিলিয়ে ৯০ মিনিট। দর্শকের এক সেকেন্ডও বিরক্ত লাগবে না, বরং তারা বলবে আরো ১০ মিনিট বেশি হলে ভালো হতো।

বঙ্গ প্রযোজিত ‘হাউ সুইট’ মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ, পাভেল প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

‘ভারতকে বারবার বঞ্চিত করা হয়েছে’, অস্কারের সমালোচনায় দীপিকা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
‘ভারতকে বারবার বঞ্চিত করা হয়েছে’, অস্কারের সমালোচনায় দীপিকা
দীপিকা পাড়ুকোন

বলিউডের গণ্ডি পেরিয়ে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে মেলে ধরেছেন দীপিকা পাড়ুকোন। পৌঁছেছেন অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের মঞ্চেও। তাঁর অভিনীত গান নিয়ে বাহবা দিয়েছিল অ্যাকাডেমি। অথচ এ অস্কারেরই সমালোচনা করলেন ‘পিকু’ অভিনেত্রী।

তাঁর মতে, বহুবার ভারতীয় ছবিকে বঞ্চিত করা হয়েছে অস্কারে। দীপিকা বলেন, ‘অনেকবার ভারতীয় ছবি অস্কারের যোগ্য ছিল; কিন্তু তা ছিনিয়ে নেওয়া হয়েছে। কখনো সিনেমা কখনো মেধা, ভারতকে বারবার বঞ্চিত করা হয়েছে।’ 

আরো পড়ুন
গল্পই আমার সিনেমার সবচেয়ে বড় তারকা

গল্পই আমার সিনেমার সবচেয়ে বড় তারকা

 

২০২৩ সালে ভারতের তেলুগু ছবি ‘আরআরআর’-এর গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক গানের অস্কার জিতেছিল।

সেই আসরে অস্কার প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন দীপিকাও। ভারতীয় গানের অস্কার জয়ের ওই মুহূর্তটি ‘ভীষণ আপন’ ছিল বলে জানান অভিনেত্রী। দীপিকার ভাষ্য, “যখন ‘আরআরআর’-এর গানের নাম ঘোষণা করা হয়েছিল, আমি আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। যদিও ছবিটির সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই, তবু এ প্রাপ্তি বিশাল।
মনে হয়েছিল, আমারই ব্যক্তিগত অর্জন।’ 

একটি ভিডিও আলাপচারিতায় দীপিকার কাছে অস্কার নিয়ে জানতে চাওয়া হয়। সেখানেই তিনি কথাগুলো বলেন। পাশাপাশি এও জানান, এবারের অস্কারে সেরা অভিনেতা হিসেবে অড্রিয়েন ব্রডি পুরস্কৃত হওয়ায় তিনি আনন্দিত। দীপিকার ওই ভিডিওতে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, ‘লাপাতা লেডিস’, ‘তুম্বাড়’, ‘দ্য লাঞ্চবক্স’সহ বিভিন্ন ছবির ফুটেজ ব্যবহার করা হয়েছে।

এসব ছবি সমালোচক মহলে প্রশংসিত হলেও অস্কারে মনোনয়ন পায়নি।

মন্তব্য

গল্পই আমার সিনেমার সবচেয়ে বড় তারকা

ইমরুল নূর
ইমরুল নূর
শেয়ার
গল্পই আমার সিনেমার সবচেয়ে বড় তারকা
শিহাব শাহীন

এবারের ঈদের শোবিজ শিহাব শাহীনময়। চলচ্চিত্র, নাটক ও ওটিটি—ঈদে তিন মাধ্যমেই থাকছেন এই নির্মাতা। বড় পর্দায় মুক্তি পাবে তাঁর ‘দাগি’, ওটিটিতে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এবং নাটক ‘অ্যারেঞ্জ ম্যারিজ’ ও আসবে ঈদে। এ নির্মাতার সঙ্গে কথা বলেছেন ইমরুল নূর।

‘ছুঁয়ে দিলে মন’-এর পর ‘দাগি’—বড় পর্দায় মাঝখানে ১০ বছরের বিরতি। চ্যালেঞ্জ অনুভব করছেন নিশ্চয়ই?

দর্শককে গল্পে একাত্ম করতে পারাটাই আমার জন্য মূল চ্যালেঞ্জ। দর্শককে একাত্ম করতে পারলেই আমি খুশি। এটা শুধু সিনেমা না, আমার সব কনটেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য।

গল্পটা যেন মনে গেঁথে থাকে সে চেষ্টাই করি। গল্পটা দর্শককে যেন বারবার টানে, সেদিকেই চিন্তাটা থাকে।

ঈদে আরো কয়েকটি বড় বাজেটের ছবি মুক্তি পাবে। ইন্ডাস্ট্রি সরগরম, দর্শকও মুখিয়ে আছে ছবিগুলো দেখতে।

 ঈদে এতটি ছবি মুক্তির প্রতিযোগিতাটাকে আপনি কিভাবে দেখেন?

এটাকে আমি প্রতিযোগিতা হিসেবে দেখি না। অন্য প্রযোজকের ঘরে কত টাকা গেল, আমার প্রযোজকের ঘরে কত এলো; এটা তো কোনো প্রতিযোগিতা হতে পারে না। দর্শকের কাছে কাজটা ভালো লাগছে কি না, সেটা হচ্ছে আসল। সবাই কিন্তু সবার গল্প নিয়েই আসছে। দর্শক সিদ্ধান্ত নেবে কে কোনটা দেখবে।

আমার বিশ্বাস, যে গল্পটা আমি সবাইকে দেখাতে চেয়েছি সেটা তাদের ভালো লাগবে। সাম্প্রতিক সময়ে আমি যা-ই করেছি, সবই দর্শক সাদরে গ্রহণ করেছে। ‘দাগি’ও গ্রহণ করবে।

এতটা আত্মবিশ্বাসী হতে পারছেন ঠিক কোন কারণে? গল্প, নাকি ছবির অভিনয়শিল্পী?

অবশ্যই গল্প। আমি সব সময় গল্প বলাতেই বিশ্বাসী। গল্পই আমার সিনেমার সবচেয়ে বড় তারকা। পাশাপাশি শিল্পীদের অভিনয় ছবির বড় শক্তির জায়গা।

ছোট পর্দা ও ওটিটিতে আফরান নিশোর সঙ্গে আপনার অনেক সফল কাজ রয়েছে। বড় পর্দায় প্রথমবার জুটি হলেন। ‘দাগি’তে তাঁর পারফরম্যান্স নিয়ে আপনি কতটা তৃপ্ত?

ভীষণ তৃপ্ত। সে নিজেকে শতভাগ নিংড়ে দিয়েছে। তার কাছে যা চেয়েছি তাই পেয়েছি।

এবার আসি ওটিটিতে। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর এই সিজনে কী থাকছে?

‘সিন্ডিকেট’ ইউনিভার্সের একটা অংশ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজের একটা চরিত্র স্বপন, যেটাকে নিয়ে স্পিন অফ সিরিজ নির্মাণ করেছিলাম। প্রথম সিজনে দর্শকের মনে নানা রকম প্রশ্ন কিংবা চাওয়া তৈরি হয়েছিল, সেগুলোর উত্তর এবার মিলবে। টিজারে ৪০০ কোটি টাকার রহস্যের প্রসঙ্গ এসেছে। সেই টাকা কোথা থেকে, কিভাবে এলো? এত টাকা দিয়ে সে কী করে এবং অ্যালেন স্বপনের সিন্ডিকেট গড়ে তোলার রহস্য নিয়েই এবারের সিজন। নানা চমক তো থাকবেই, পাশাপাশি অ্যালেন স্বপন তার স্বভাবসুলভ চার্ম ও জাদু দেখাবে। আর তার নতুন বৈয়ম পাখি তো আছেই...হা হা হা। ডার্ক থ্রিলার কমেডি, দর্শকদের ভালো লাগবে।

এক ঈদে তিন মাধ্যমে তিনটি কাজ নিয়ে আসছেন, একটির কারণে অন্যটির ওপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? আমার কাছে তা মনে হয় না। নাটক কিংবা ওটিটি কনটেন্ট দেখবে বলে যে সিনেমা হলে যাওয়া যাবে না, বিষয়টা এমন না। সিনেমা হলে মানুষ যায় আউটডোর এন্টারটেইনমেন্টের জন্য। মানুষের কাছে ‘এটা ভালো হয়েছে, ওটা ভালো হয়েছে’ শুনে সিনেমা হলে যায় দর্শক। হলে বসে যে বিনোদনটা পাওয়া যায়, সেটা ঘরে বসে পাওয়া যায় না। আমার সিনেমাটা একদম পরিবার নিয়ে দেখার মতো, পরিবারকেন্দ্রিক গল্প পাশাপাশি বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায়, এটা একদমই তেমন সিনেমা।

মন্তব্য

মুক্তির অনুমতি পেল শিহাব শাহীনের ‘দাগি’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
মুক্তির অনুমতি পেল শিহাব শাহীনের ‘দাগি’
সংগৃহীত ছবি

প্রায় দশ বছর পর প্রেক্ষাগৃহে আসছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। আসন্ন ঈদে মুক্তির লক্ষ্যে নির্মিত তার দ্বিতীয় সিনেমা ‘দাগি’ ইতিমধ্যে জমা পড়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

সিনেমাটি দেখা শেষে মুক্তির অনুমতি পেল। এবার আর সিনেমাটি মুক্তিতে কোনো বাধা রইল না।

সোমবার সার্টিফিকেশন বোর্ড কর্তৃক ‘ইউ’ গ্রেডে সনদপত্র পেল ‘দাগি’, যা সব বয়সী দর্শকের জন্য উন্মুক্ত।

May be an image of text that says 'U ស្ទាតមាន ក្នាា সরকায়ত বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সনদ নম্বর এলএফ-/ ひ0〇re এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে---- বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র- সনদপত্র "দগিি" অदি...৪.०७.২49 তারিখ ¥8.029. 七〇々の বাংলাদেশ চলচত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর a ধারা অনুযায়ী বাংলাদেশে সর্বসাধারণের মাঝে প্রদর্শনের জন্য অনুমোদন করা হইল। আবেদনকারী-- আবেদাে..াহিরিয়ররে শহিরিয়ারে করির কুইয়া (শাহরিমার শাশিগল) প্রযোজক---- ররো্........াা.েমোরে শহস্মার কবির ইমা (শাহেেরিিয়রে শাকিল) পরিচালক- মিনহন শাহীন চলচ্িত্রের ফরমেট-- ভিজগল ধধশণ শখমি. চেয়ারম্যান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড'

এর আগে সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি দেখা শেষে ‘দাগি’র ভূয়সী প্রশংসা করেছিলেন এর সদস্যরা। জানিয়েছিলেন,  ছবিটি দারুণ।

আমার মনে হচ্ছে অনেক দিন পর দর্শক এবারের ঈদে ভালো কিছু দেখতে পাবে।

এর আগে নির্মাতা জানিয়েছিলেন, ‘দাগি’ এমন এক গল্প যা ভাগ্য এবং পরিণতি নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্ন তুলবে।

এদিকে মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প ‘দাগি’ দিয়ে প্রায় ৬২৭ দিন পর প্রেক্ষাগৃহে আসছেন আফরান নিশো। এখানে তার সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল।

 এতে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, প্রীতি আলভি প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।

মন্তব্য

ওটিটি মাতাচ্ছে যেসব সিনেমা-সিরিজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
ওটিটি মাতাচ্ছে যেসব সিনেমা-সিরিজ
‘রেভেলেশনস’, ‘খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার’ ও ‘লুট কাণ্ড’

বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় প্লাটফরম ওটিটি। প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি। তাই ওটিটি প্লাটফরমগুলোতেও নিত্য নতুন কন্টেন্টের সমারোহ। প্রতি সপ্তাহেই ওটিটি প্ল্যাটফরমগুলোতে একাধিক সিনেমা ও সিরিজ মুক্তি পায়।

মার্চের শেষ সপ্তাহেও ওটিটিতে এসেছে বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজ, যা সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। চলুন, জেনে নেই কোনটা কোন প্ল্যাটফরমে দেখতে পাবেন। 

খাকি : দ্য বেঙ্গল চ্যাপ্টার 
কলকাতা শহরে ঘটে যাওয়া অপরাধ, অপরাধী, রাজনৈতিক কার্যকলাপ আর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। গ্যাংস্টার, পুলিশ ও রাজনীতিবিদদের ত্রিমুখী লড়াইয়ে উত্তপ্ত কলকাতা।

শাসক দলকে সুরক্ষা দেয় পুলিশ আর শাসক দল সুরক্ষা দেয় অপরাধীদের। এভাবেই চলতে থাকে আধিপত্য বিস্তারের খেলা।

সিরিজটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত, শ্বাশত চট্রোপাধ্যায়, চিত্রঙ্গদা সিং প্রমুখ। ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিরিজটি।

আরো পড়ুন
মাহফুজ আহমেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

মাহফুজ আহমেদ ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব

 

আনোরা
২৩ বছর বয়সী আনি মিখিভার একজন বার গার্ল। তার জীবনে নাটকীয় মোড় আসে যখন সে রাশিয়ান ধনকুবেরের উত্তরাধিকারী ইভানের সঙ্গে সম্পর্কে জড়ায়। একসময় তারা বিয়ে করেন। খবরটি একদিন রাশিয়ায় পৌঁছে যায়। রাশিয়ার সেই অলিগার্ক তাদের বিয়ে মেনে নিতে পারেন না।

অলিগার্ক স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন বিয়ে ভেঙে দিতে যেসব প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সেগুলো সারতে। এমন গল্পে নির্মিত চলচ্চিত্র এ বছর অস্কারের মঞ্চে সেরা সিনেমার অস্কার জিতে নিয়েছে। 

এতে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন, মার্ক এইডেলস্টেইন, আইভি ওক, কারেন কারাগুলিয়ান প্রমুখ। চলচ্চিত্রটি এখন জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

আরো পড়ুন
‘অন্যায় হলে কেন কথা বলব না’, সেই গোপন ভিডিও প্রসঙ্গে সাদিয়া আয়মান

‘অন্যায় হলে কেন কথা বলব না’, সেই গোপন ভিডিও প্রসঙ্গে সাদিয়া আয়মান

 

স্কাই ফোর্স 
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান বিমানযুদ্ধ নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। ওই সময় পাকিস্তানের সারগোধা বিমানঘাঁটিতে চালানো ভারতের হামলার ঘটনাকে তুলে ধরা হয়েছে সিনেমায়। বিমানবাহিনীর দুই অফিসার কুমার ওম আহুজা ও কৃষ্ণা দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যায়, সেই সময় নিখোঁজ হয় কৃষ্ণা। তার স্ত্রী গীতা সন্তান কোলে স্বামীর অপেক্ষায় থাকে। ওম আহুজার বিশ্বাস, বেঁচে আছেন কৃষ্ণা এবং তাকে ফিরে পেতে পাকিস্তানের ওপর চাপ দেওয়া উচিত। 

সিনেমাটিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, বীর, সারা আলী খান। এটি ২১ মার্চ থেকে প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।

আরো পড়ুন
‘ক্ষমা চান’, সুশান্তের মৃত্যু মামলায় রিয়ার পক্ষে বললেন দিয়া মির্জা

‘ক্ষমা চান’, সুশান্তের মৃত্যু মামলায় রিয়ার পক্ষে বললেন দিয়া মির্জা

 

লুট কাণ্ড
গ্রামীণ ভারতের দুই ভাইবোনের গল্প তৈরি হয়েছে সিরিজটি। তারা দুজনে নিজেদের মতো করে একটি সাধারণ ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কাজে নামে তারা। হঠাৎ করেই একটা অস্ত্রভান্ডারের সন্ধান পায় তারা। কিন্তু কোথা থেকে এল এত অস্ত্র? ধীরে ধীরে কয়েক দশক আগের একটি অস্ত্র কেলেঙ্কারির ঘটনার সঙ্গে জড়িয়ে যায় তারা দুজন।

সিরিজটিতে অভিনয় করেছেন তানিয়া মানিকতালা, সাহিল মেহতা, জ্ঞানেন্দ্র ত্রিপাঠি, তৃষ্ণাণ সরকার। ২০ মার্চ আমাজন এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে এটি।

রেভেলেশনস
এক শান্ত শহরে পাদ্রি মিন-চানের ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। ঈশ্বরের ইঙ্গিতে ছেলের অপহরণকারীর পরিচয় জানতে পেরে তিনি ন্যায়ের সন্ধানে ঝুঁকিপূর্ণ অভিযানে নামেন। অন্যদিকে, গোয়েন্দা ইয়ন-হি মামলাটি নিয়ে তদন্ত করতে গিয়ে নিজের মানসিক দ্বন্দ্বের মুখোমুখি হয়। আর এভাবেই এগিয়ে যায় সিনেমাটির কাহিনি। ‘ট্রেন টু বুসান’ ও ‘হেলবাউন্ড’-এর পরিচালক ইয়ন সাং-হোর নতুন থ্রিলার সিনেমা ‘রেভেলেশনস’ আপনাকে টানটান উত্তেজনায় রাখবে, এটা নিশ্চিত।  

সিরিজটিতে অভিনয় করেছেন রু জুন-ইয়ল, শিন হিউ-বিন ওশিন মিন-জে। ২১ মার্চ থেকে নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে সিনেমাটি। 

কান্নেডা
১৯৯০-এর দশকের ওপর ভিত্তি করে তৈরি কান্নেডা ক্রাইম থ্রিলারটিতে দেখা যাবে এক পাঞ্জাবি অভিবাসীর গল্প, যে কানাডায় বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে সংগীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু তার এ লড়াই ভয়ানক পরিস্থিতির দিকে মোড় নেয়, যখন সে অপরাধ জগতের বিপজ্জনক কিছু ব্যক্তির সঙ্গে জড়িয়ে পড়ে।

সিরিজটিতে অভিনয় করেছেন পারমিশ ভার্মা, অরুনোদয় সিং, রণবীর শোরে প্রমুখ। এটি ২১ মার্চ থেকে জিও হটস্টারে স্ট্রিমিং হচ্ছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ