ট্রাকচাপায় শ্রমিক নিহত, ৪ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
ট্রাকচাপায় শ্রমিক নিহত, ৪ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অচল
ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে এবং হত্যাকারীর বিচার দাবিতে গতকাল গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। ছবি : কালের কণ্ঠ

গাজীপুরে ট্রাকচাপায় গার্মেন্ট শ্রমিক নিহত হওয়ার জেরে গতকাল বুধবার ৪ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা।

এ ছাড়া ৭৮ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন নগরীর বোর্ডবাজারের ইউনিক ডিজাইনের শ্রমিকরা।

শ্রমিকদের কাছ থেকে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস কারখানার নারী শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) শিশুসন্তান অসুস্থ থাকায় গত মঙ্গলবার রাতে ৯টার দিকে তিনি এপিএম মতিউর রহমানের কাছে ছুটি চেয়েছিলেন।

কিন্তু ছুটি না দিয়ে পরিচয়পত্র রেখে তাঁকে কারখানা থেকে বের করে দেওয়া হয়। গতকাল কারখানায় আসার পথে সকাল পৌনে ৬টার দিকে ট্রাকচাপায় মারা যান তামান্না। প্রতিবাদে সকাল ৮টার দিকে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ওই কারখানার অন্য শ্রমিকরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ শ্রমিকদের ধাওয়া করে সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে বোর্ডবাজার এলাকায় গাছা সড়কের ইউনিক ডিজাইন কারখানার ৭৮ শ্রমিককে মঙ্গলবার ছাঁটাই করা হয়। তাঁদের প্রতি সহানুভূতি দেখিয়ে আরো ৫২ শ্রমিক কাজে যোগদান করা থেকে বিরত থাকেন। ছাঁটাইয়ের প্রতিবাদে এবং বকেয়া পাওনার দাবিতে গতকাল সকালে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে অন্য শ্রমিকদের ভেতরে প্রবেশে বাধা দেন।

পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, শিল্প পুলিশের মধ্যস্থতায় ইউনিক ডিজাইন কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় রাজি হয়।

আলোচনায় সিদ্ধান্ত হয়, ছাঁটাই হওয়া শ্রমিকদের পাওনা পরিশোধ করা হলে অন্য শ্রমিকরা কাজে যোগ দেবেন।

 

আশুলিয়ায় মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছিলেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, জানুয়ারি মাস থেকে মালিকপক্ষ ঠিকমতো বেতন পরিশোধ করছে না। দুই মাসের বেতন বকেয়া থাকায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন।

কিন্তু মালিকপক্ষ বেতন কবে নাগাদ পরিশোধ করবে, সে বিষয়ে কিছু বলছে না।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মাহমুদ ফ্যাশন কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা সমাধানের চেষ্টা করছি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

মানববন্ধন

শেয়ার
মানববন্ধন
খুন, ধর্ষণ ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দায়ীদের বিচারের দাবিতে গতকাল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে খেলাঘর আসর। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য
বাম গণতান্ত্রিক জোট

দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, চুরি, ডাকাতি, ছিনতাই, দখল, চাঁদাবাজিসহ আইন-শৃঙ্খলার চরম অবনতিতে জানমাল ও সামাজিক নিরাপত্তাহীনতায় মানুষ দিশাহারা। সরকার সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদর দমনের ক্ষেত্রে শুধু ব্যর্থই নয়, বরং সরকারের নির্বিকার, দায়িত্বহীন ভূমিকা এসব কাজকেই উৎসাহিত করছে। তাই দ্রুত নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের বিকল্প নেই।

মন্তব্য

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোর (রাজশাহী) প্রতিনিধি
তানোর (রাজশাহী) প্রতিনিধি
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার সংঘর্ষে আহত বিএনপি নেতা গানিউল হক (৫০) গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল মঙ্গলবার উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এর আগে সংঘর্ষে উভয় গ্রুপের পাঁচজন আহত হন।

পরে পুলিশ ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় মহিলা পরিষদের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটায় মহিলা পরিষদের উদ্বেগ

রাজধানীতে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের লাঠিপেটার ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও গভীর বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গতকাল বুধবার সংগঠনটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানানো হয়। এতে বলা হয়, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে স্মারকলিপি দেওয়ার জন্য ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের প্ল্যাটফরমের পদযাত্রা কর্মসূচিতে পুলিশ বাধা দেয় এবং এক পর্যায়ে লাঠিপেটা করে। বাংলাদেশ মহিলা পরিষদ এ ঘটনায় তীব্র ক্ষোভ, উদ্বেগ ও গভীর বিস্ময় প্রকাশ করছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ