বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ছবি: কালের কণ্ঠ

মায়ানমারের রাখাইনে নিজেদের হেফাজতে থাকা রোহিঙ্গাসহ ২৬ জেলেকে ফেরত দিয়েছে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। ফেরত আসা জেলেদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা। গত ফেব্রুয়ারি মাসের বিভিন্ন সময়ে শাহপরীর দ্বীপ ঘাট ও টেকনাফ খাল থেকে নাফ নদে ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মায়ানমার সীমানায় আটক হন তারা। 

আরো পড়ুন
সিরিয়ায় উপকূলীয় শহরে বিস্ফোরণ, নিহত অন্তত ৩

সিরিয়ায় উপকূলীয় শহরে বিস্ফোরণ, নিহত অন্তত ৩

 

শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টার দিকে বিজিবির স্পিড বোটে ২৬ জেলে টেকনাফ-মায়ানমার ট্রানজিট জেটিতে পৌঁছান।

এর আগে নাফ নদের শূন্যরেখায় জেলেদের গ্রহণ করে বিজিবি।

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সাগরে মাছ শিকারের সময় আরাকান আর্মি মায়ানমার জলসীমা অতিক্রম করার অভিযোগে ইঞ্জিনচালিত নৌকাসহ ২৬ জেলেকে আটক করেছিল। পরবর্তী সময়ে বাংলাদেশি জেলেদের ফেরত আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে আরাকান আর্মির সঙ্গে কার্যকর যোগাযোগ স্থাপন করে বিজিবি। ধারাবাহিক যোগাযোগের এক পর্যায়ে জেলেদের ফেরত দিতে সম্মত হয় আরাকান আর্মি।

 

আরো পড়ুন
জাসদ কেন অন‍্য দলের জন্য শাস্তি ভোগ করবে, প্রশ্ন ফারাহ খানের

জাসদ কেন অন‍্য দলের জন্য শাস্তি ভোগ করবে, প্রশ্ন ফারাহ খানের

 

শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, জেলেদের মাছ ধরার সময় মায়ানমার জলসীমা অতিক্রম না করার জন্য আমাদের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া থাকে। এর পরও অনেক সময় অসতর্কতায় বা স্রোতের টানে মাছ ধরার নৌকাগুলো মায়ানমার জলসীমা অতিক্রম করে ফেলে। জেলেদের আরো বেশি সচেতন করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ
ছবি: কালের কণ্ঠ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, হাসিনা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র যায় নাই। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে যারা ১৫ বছর ছিল না, যাদের কোনো আন্দোলন সংগ্রামে দেখি নাই; তাদের ঘাড়ে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে। 

রবিবার (১৬ মার্চ) ফরিদপুরে ইফতার পার্টির আগে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, আমাদের সজাগ থাকতে হবে।

সকল ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে।

আরো পড়ুন
সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা হাসিনা ও ফ্যাসীবাদমুক্ত বাংলাদেশে আর কোনো নারী নির্যাতন দেখতে চাই না। আর কোনো অন্যায়, অত্যাচার এবং ডাকাতি চাই না। আমরা কোনো খুন-গুমও দেখতে চাই না।

শামা ওবায়েদ বলেন, আমাদের দেশ সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাই নাই। নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন, খন্দকার ফজলুর হক, আজম খান প্রমুখ।


 

মন্তব্য

কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
কালিয়াকৈরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তমিজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিশুর মা রবিবার (১৬ মার্চ) কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।

তমিজ ডাইনকিনি এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা একটি বাড়িতে ভাড়া থাকেন।

রবিবার সকাল ১০টার দিকে ওই শিশু বাড়ির সামনে খেলা করছিল। এ সময় তমিজ কৌশলে ওই শিশুকে ডেকে নিয়ে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে।

তাকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মন্তব্য

পটিয়ায় হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
পটিয়ায় হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
সংগৃহীত ছবি

দক্ষিণ চট্টগ্রামের পটিয়ায় ৫০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করেছে সরকার। রবিবার (১৬ মার্চ) স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন আইডিয়াল হাই স্কুলের পাশে হাসপাতালটি নির্মাণ করার সম্ভাবনা রয়েছে।

এ সময় চিটাগাং আইডিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এক একর জায়গা, স্থানীয়রা এক একর জায়গা দিবে বলে জানা গেছে।

বাকি এক একর জায়গা স্থানীয়দের কাছ থেকে কিনে নিয়ে এ হাসপাতালটি করার জন্য উদ্যোগ নেওয়া হবে।  

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে দিকনির্দেশনাও দেন। 

উপদেষ্টার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মঞ্জুরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, ডা. আবু নাসের, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, যুবদল নেতা রবিউল হোসেন বাদশা। 

মন্তব্য

শিশু ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
শিশু ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি
প্রতীকী ছবি

দেবীদ্বারে শিশু ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিয়েছে আসামি পক্ষ। জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেও প্রাণনাশের হুমকিকে আছেন বাদীর পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানায়, ১১ জানুয়ারি সন্ধ্যার পর বাড়ির পাশের পুকুর ঘাটে হাতমুখ ধুতে যায় শিশুটি (১০)। হাতমুখ ধুয়ে ঘরে ফেরার পথে তাকে ধর্ষণ করে মো. জয়নাল আবেদীন (৪৫)।

জয়নাল উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে। 

মামলার বাদী মো. জালাল হোসেন বলেন, 'অভিযুক্তের পক্ষে গ্রামের মাতব্বর জাহাঙ্গীর, রফিক, কবির, নাছির, মাহবুবের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল মামলা তুলে নিতে আমাকে হুকী দিয়ে আসছে। আমি জীবনের নিরাপত্তা চেয়ে ২৬ ফেব্রুয়ারি থানায় সাধারণ ডায়েরি করেও কোনো প্রতিকার পাইনি। বরং হুমকিতে আছি।

২৭ ফেব্রুয়ারি স্থানীয় সেনা ক্যাম্পে অভিযোগ করি।'

অভিযুক্ত জয়নালের মা জানান, 'নির্যাতিত শিশু ঘটনার দিন ভয়ে বিষয়টি চাপা রাখে, নচেৎ ওই দিনই তাকে পুলিশে সোপার্দ করে দিতাম। শিশুটির বাবা দিনমজুর এবং মা ভিক্ষুক। পরিবারটির পক্ষে চিকিৎসা চালাতে কষ্ট হওয়ায় ছেলে অটো রিকশা, খড়ের পাড়া বিক্রি করে ৫০ হাজার টাকা জোগাড় করে দিয়েছি।

'

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, নির্যাতিতা শিশুর বাবাকে ডেকে এনে মামলা করিয়েছি। আসামি ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন এবং ২২ ধারায় আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এখন আসামি ধরতে অভিযান অব্যাহত।

মন্তব্য

সর্বশেষ সংবাদ