ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৬ রমজান ১৪৪৬

কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর প্রতিনিধি
শেয়ার
কিছু নেতার ঘাড়ে সওয়ার হয়ে আসতে চাচ্ছে আ. লীগ : শামা ওবায়েদ
ছবি : কালের কণ্ঠ

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, ‘হাসিনা চলে গেছে, কিন্তু ষড়যন্ত্র যায়নি। দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে যারা ১৫ বছর ছিল না, যাদের কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি; তাদের ঘাড়ে সওয়ার হয়ে আওয়ামী লীগ ফিরে আসতে চাচ্ছে।’ 

রবিবার (১৬ মার্চ) ফরিদপুরে ইফতার পার্টির আগে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। 

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের সজাগ থাকতে হবে।

সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে।’

আরো পড়ুন
সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

সুযোগ দিলে চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত : ডা. তাহের

 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমরা হাসিনা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে আর কোনো নারী নির্যাতন দেখতে চাই না। আর কোনো অন্যায়, অত্যাচার এবং ডাকাতি চাই না। আমরা কোনো খুন-গুমও দেখতে চাই না।

শামা ওবায়েদ বলেন, ‘আমাদের দেশ সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে। এখনো আমরা ভোটাধিকার পাইনি। নির্বাচনে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে।’

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন, খন্দকার ফজলুর হক, আজম খান প্রমুখ।

মন্তব্য

সম্পর্কিত খবর

নাটোরে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নাটোরে সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুলকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার ফাগুয়াড়াদিয়াড় ইউনিয়নের স্যানালপাড়ার তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। 

আরো পড়ুন
ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে

 

অহিদুল ইসলাম গকুল নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের ছোট ভাই এবং নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য।

আটকের বিষয়টি নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ডেভিল হান্টের অভিযানে তাকে আটক করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

মন্তব্য

সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুমিল্লার লাকসামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছেন। আজ সোমবার (১৭ মার্চ) জিজ্ঞাসাবাদ শেষে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা।

গ্রেপ্তারকৃতরা হলেন লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভাধীন শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনুল হকের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মাসুদ (২৩), বাতাখালী গ্রামের আবু তাহেরের ছেলে মো. মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার মৃত মুস্তাফিজুর রহমান মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

 

আরো পড়ুন
‘ধর্ষণ’ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

‘ধর্ষণ’ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

 

পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক নারী ও তার স্বামী গত ১৪ মার্চ ভোরে লাকসাম পৌর শহরের বাইপাস মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশার ওঠেন। অটোরিকশা চালক মো. মাসুদ তাঁরা স্বামী-স্ত্রী কিনা তা জানতে চায় এবং সন্দেহ প্রকাশ করে। পরে মাসুদ অত্যন্ত কৌশলে ভুক্তভোগীদের লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকায় নিয়ে যায় এবং সেখানে আরো কয়েকজন মিলে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগী স্বামী-স্ত্রীকে পার্শ্ববর্তী লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যায়।

সেখানে স্বামীকে আটকে রেখে ওই নারীকে লাকসাম পৌরসভাধীন পাইকপাড়া এলাকায় অবস্থিত সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মাসুদ এবং তার সহযোগী মোহাম্মদ আলী ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে লাকসাম পৌর শহরের ৮নং ওয়ার্ডে বিলকিছ আক্তার কল্পনা নামে এক নারীর ভাড়া বাসায় রাখা হয়। সেখানে কল্পনার সহযোগিতায় ওই নারীকে ফের সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই ভুক্তভোগীকে উদ্ধার করে।

আরো পড়ুন
অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

 

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন (১৩ মার্চ) তারা লাকসামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। 

আরো পড়ুন
সকাল থেকে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের

সকাল থেকে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের

 

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আজ (১৭ মার্চ) সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হবে। 

মন্তব্য

অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

ফরিদপুর চরভদ্রাসনে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সঙ্গে জড়িত মনিরা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুর ৪টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নে কানাইরটেক গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। এসময় চরভদ্রাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শেখ ফরহাদ, ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সী উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ভেকু মেশিনের ব্যাটারি ও যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মনিরা বেগম উপজেলার গাজিরটেক ইউনিয়নের কানাইরটেক গ্রামের প্রবাসী মঞ্জু মৃধার স্ত্রী। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সঙ্গে মনিরা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কৃষি জমিতে যেন কেউ অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি, ছাত্রলীগ নেতা আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি, ছাত্রলীগ নেতা আটক

নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাকিবুল হাসান স্বচ্ছ খাজুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকের একটি রাজনৈতিক পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তি করেছে ওই ছাত্রলীগ নেতা।

এমন অভিযোগ উঠলে পুলিশ তাকে আটক করে। এরপরে স্থানীয় উত্তেজিত জনতা থানায় বিচার দাবি করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, মহানবীকে কটুক্তির ঘটনায় একজনকে আটক করেছি। এ বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ