ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের আমলে দেওয়া রিকশার লাইসেন্স বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা। রবিবার (১৬ (মার্চ) সদর উপজেলার লোকনাথ দিঘীর পাড় এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।
শ্রমিকদের দাবি, প্রকৃত মালিকদের লাইসেন্স দিতে হবে, মেয়র না আসা পর্যন্ত লাইসেন্স রিনিউ করা যাবে না, শ্রমিক লীগের দখলে থাকা রিকশার স্ট্যান্ড খালি করতে হবে, যাদের নামে অতিরিক্ত লাইসেন্স আছে সেগুলো বাতিল করতে হবে।
রিকশা চালকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহেদ মিয়া, পৌর এলাকার পশ্চিম মেড্ডার রিকশা চালক আবুল মিয়া, মো. ইয়াছিন প্রমুখ।