নানাবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল শিশুর

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
শেয়ার
নানাবাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল শিশুর
সংগৃহীত ছবি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে জুনায়েদ আহমেদ (৪) নামের এক শিশু মারা গেছে। শনিবার (১৫ মার্চ) দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে এই দুর্ঘটনা ঘটে। 

জুনায়েদ নানাবাড়ি থেকে তার বাবার সঙ্গে মোটরসাইকেলে ফিরছিল। এ সময় জুনায়েদের বাবা মোটরসাইকেলচালক সুলাইমান গুরুতর আহত হন।

সুলাইমান পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন এনজিওকর্মী।

পরিবার সূত্রে জানা গেছে, জুনায়েদকে নিয়ে সোলাইমান মোটরসাইকেলে করে সকালে খানমরিচ ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ি থেকে বিকেল ৪টার দিকে গ্রামের বাড়ি পাথরঘাটার উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে দিলপাশার ইউনিয়নের পাটুল বাজারে পৌঁছালে ভাঙ্গুড়া থেকে চণ্ডীপুরগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে জুনায়েদ ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হন সুলাইমান। 

সোলাইমানের চাচাতো ভাই রমজান আলী বলেন, ‘শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার পথে সুলাইমান ও তার ছেলে ট্রাকের নিচে পড়ে।

এতে ছেলে ঘটনাস্থলে মারা যায়। সুলাইমানের অবস্থাও আশঙ্কাজনক। তাকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য।’

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
কমলনগরে যুবলীগ নেতা ইসমাইল গ্রেপ্তার
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে ইসমাইল হোসেন (৪৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ইসমাইল চরলরেন্স এলাকার মো. নুরুজ্জামানের ছেলে ও কমলনগর উপজেলার চরলরেন্স যুবলীগের সভাপতি এবং চরলরেন্স ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ জানায়, ইসমাইল কোনো মামলার এজাহারভুক্ত আসামি না হলেও অন্য মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তার বিরুদ্ধে আওয়ামী লীগের আমলে বিরোধীদল দমন-পীড়নসহ বিস্তর অভিযোগ রয়েছে।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, যুবলীগ নেতা মো. ইসমাইল মেম্বারকে সুনির্দিষ্ট অভিযোগের আলোকে তোরাবগন্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।
 

মন্তব্য

পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পুকুরপারে খেলার সময় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রাণীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো রাণীগাঁও গ্রামের এমদাদুল হকের মেয়ে শিমু আক্তার (৯) ও ছেলে মো. নিজুম (৩)। 

ধোবাউড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া বলেন, বিকেলে মৃত শিমু আক্তার তার ছোট ভাইকে কোলে নিয়ে পুকুরের কিনারায় পানিতে গোসল করছিল।

হঠাৎ তারা বেশি পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পর তাদের মা সন্তানদের বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে।
 

এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই মিলন মিয়া।

মন্তব্য

আ. লীগের আমলে দেওয়া রিকশার লাইসেন্স বাতিলের দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
আ. লীগের আমলে দেওয়া রিকশার লাইসেন্স বাতিলের দাবি
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের আমলে দেওয়া রিকশার লাইসেন্স বাতিলসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ করেছেন রিকশা ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতারা। রবিবার (১৬ (মার্চ) সদর উপজেলার লোকনাথ দিঘীর পাড় এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা।

শ্রমিকদের দাবি, প্রকৃত মালিকদের লাইসেন্স দিতে হবে, মেয়র না আসা পর্যন্ত লাইসেন্স রিনিউ করা যাবে না, শ্রমিক লীগের দখলে থাকা রিকশার স্ট্যান্ড খালি করতে হবে, যাদের নামে অতিরিক্ত লাইসেন্স আছে সেগুলো বাতিল করতে হবে। 

রিকশা চালকদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া রিকশা ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহেদ মিয়া, পৌর এলাকার পশ্চিম মেড্ডার রিকশা চালক আবুল মিয়া, মো. ইয়াছিন প্রমুখ।

মন্তব্য

সিলেটে আড়াই মাসে ২৯ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজস্ব প্রতিবেদক, সিলেট
শেয়ার
সিলেটে আড়াই মাসে ২৯ ডাকাত গ্রেপ্তার
প্রতীকী ছবি

সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। অনেক এলাকায় ডাকাতের ভয়ে গ্রাম পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটান এলাকাবাসী। ফলে পুলিশের তৎপরতা বেড়েছে। গত আড়াই মাসে সিলেটের বিভিন্ন এলাকা থেকে ২৯ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে চলতি মার্চ মাসের ১৫ দিনে গ্রেপ্তার হয়েছে ৯ ডাকাত।

সিলেট জেলার সহকারী পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জনসাধারণের জানমালের নিরাপত্তায় এ অভিযান অব্যাহত থাকবে।’

আরো পড়ুন
বিয়ের মেহেদির রং মোছার আগেই লাশ হলেন মারজাহান

বিয়ের মেহেদির রং মোছার আগেই লাশ হলেন মারজাহান

 

তিনি আরো বলেন, ‘শনিবার (১৫ মার্চ) রাতে দক্ষিণ সুরমার কামালবাজার এলাকা থেকে সুমন আহমদ নামের এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

একই দিন জকিগঞ্জ থেকে গ্রেপ্তার হয় ডাকাত রাসেল আহমদ রাসু। এর আগের দিন শুক্রবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে শহীদ, বুরহান উদ্দিন বাছন ও হুমায়ূন নামের তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। সবমিলিয়ে মার্চ মাসের ১৫ দিনেই গ্রেপ্তার হয়েছে ৯ ডাকাত।’ 

এছাড়া ফেব্রুয়ারিতে ৭ জন এবং জানুয়ারিতে ১৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান।


 

মন্তব্য

সর্বশেষ সংবাদ