জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সুযোগ দিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য রাজনীতি করে না। আমরা আল্লাহর দাসত্ব ও ইসলামের ন্যায়বিচারমূলক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে চাই।
রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌদ্দগ্রাম পৌরসভার আয়োজনে ‘বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনাসভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ তাহের বলেন, যে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, ধর্ষণ, সন্ত্রাসী এবং চাঁদাবাজের অভিযোগ নেই। সেই দলই পারবে জাতির প্রত্যাশিত একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে। জনগণ যদি জামায়াতে ইসলামকে একবার সেই সুযোগ দেয়, জামায়াতে ইসলামী একটি সুখী-সমৃদ্ধ দেশ জাতিকে উপহার দিবে।
তিনি আরো বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, সাম্যের সমৃদ্ধি এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
বিগত ১৫ বছর ধরে ভোটারবিহীন নির্বাচনের ফলে দেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে উঠতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।
চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো.শাহজাহান। পৌর জামায়াতের সেক্রেটারি মোশারেফ হোসেন আপেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আমির মু.মাহফুজুর রহমান, উপজেলা সাবেক আমির ভিপি শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।