সংবাদ প্রকাশের পর পাওনাদারদের টাকা পরিশোধ করছেন ওসি

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
সংবাদ প্রকাশের পর পাওনাদারদের টাকা পরিশোধ করছেন ওসি
ওসি ফরিদ আহম্মেদ।

হঠাৎ প্রত্যাহার হওয়া আলোচিত সেই ওসি পাওনাদারের টাকা ফেরত দেওয়া শুরু করেছেন। গতকাল শুক্রবার কালের কণ্ঠে ‘ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে ময়মনসিংহের নান্দাইল থানার ওসি ফরিদ আহম্মেদ গতকাল শুক্রবার বিকেলে ও রাতে বেশ কয়েকজন পাওনাদারকে ডেকে নিয়ে ও ফোনে যোগাযোগ করে টাকা পরিশোধের ব্যবস্থা করেন।

আজ শনিবার সন্ধ্যায় এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ওসি (তদন্ত) ও দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম।

জানা যায়, আইন-শৃঙ্খলার অবনতি ছাড়াও নানা কর্মকাণ্ডের কারণে ময়মনসিংহের নান্দাইল থানার ওসিকে গত শুক্রবার প্রত্যাহার করে ময়মনসিংহ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

এ ঘটনা জানাজানি হলে পরদিন সকাল থেকেই থানায় আসতে শুরু করেন ওসির পাওনাদাররা।

আরো পড়ুন
রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ না করে চলে যাওয়ায় তাঁরা একে একে বিচ্ছিন্নভাবে থানায় আসতে থাকেন। এ সময়  ওসিকে থানায় না পেয়ে ক্ষুব্ধ হয়ে চলে যান তারা।

এ অবস্থায় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে চাপে পড়েন ওসি ফরিদ।

তিনি শুক্রবার অনেককেই ফোন করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে টাকা পরিশোধ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল পৌর বাজারের ইসহাক মার্কেটের প্রাইম কালেকশনের মালিক মো. মোফাজ্জল হোসেন খান রেনু টাকা পাওয়ার কথা সত্যতা স্বীকার করে জানান, তাকে ফোন করেন ওসি ফরিদ। পরে ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকায় নিয়ে বকেয়া ১ লাখ ৪ হাজার ২৫০ টাকা পরিশোধ করেন। 

অন্যদিকে নান্দাইল সদরের সুবর্ণ ইলেকট্রনিকসের মালিক ফরহাদ জানান, তিনিও তার বকেয়ার ১১ হাজার টাকা পেয়েছেন।

এই জন্য তিনি কালের কণ্ঠকে ধন্যবাদ জানান। 

এ ব্যাপারে নান্দাইল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের নির্দেশে তিনি অনেকের টাকা পরিশোধ কছেছেন। বাকিদের দ্রুত পরিশোধ করবেন।

আরো পড়ুন
ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়

ওসি প্রত্যাহার, খবর শুনে থানায় পাওনাদারদের ভিড়

 
প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইলে দুর্ঘটনায় আহত বলে প্রচার করে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার সকালে সিরাজুলের দোকানে মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কমপক্ষে ১০০ কেজি মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তবে পালিয়ে যান বিক্রেতা সিরাজুল। 

মাংস বিক্রেতা সিরাজুল জানান, ওই গরু তিনি স্থানীয় মেরেঙ্গা বাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকায় ক্রয় করেছেন।

এ সময় গরু ক্রয়ের রসিদ চাইলে তিনি দেখাতে পারেননি তিনি। তারপর ওই গরুর পরীক্ষা করানো হয়েছে কি না তার প্রমাণপত্রও দেখাতে পারেননি।

পরে ভুল স্বীকার করে তিনি বলেন, ওই মাংস পাশের শেরপুর এলাকার পাঁচরুখি গ্রাম থেকে ক্রয় করে গভীর রাতে এনেছেন। তবে এ জন্য তিনি অনুতপ্ত।

আর কখনো এই কাজ করবেন না। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান ও প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবু সাদত মো. সায়েম। তারা প্রায় ১০০ কেজি মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখার ব্যবস্থা করেন।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন, সশরীরে না থাকায় অভিযুক্তকে কোনো ধরনের শাস্তি দেয়া যায়নি।

তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম নগরীর টেরিবাজারের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় টেরিবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার ৭টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারব।’

আরো পড়ুন
কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

 

টেরিবাজারের ব্যবসায়ীরা বলেছন, আগুন লেগেছে কাপড়ের গুদামে।

আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন জব্দসহ মালিককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নাসিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীতে রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, ‘রবিবার বিকেলে অভিযান চালিয়ে আড়িয়াল খাঁ নদী থেকে ড্রেজার মেশিনটি জব্দ করি। অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলগী গ্রামের রাজিব হক (২৫) নামের এক ড্রেজার চালককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে যান।’

তিনি আরো বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালু তোলায় নদীভাঙনসহ দিন দিন ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।

মন্তব্য

কুমিল্লায় ২৭ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় ২৭ লাখ টাকার ভারতীয় অবৈধ বাজি আটক
সংগৃহীত ছবি

চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করেছে। রবিবার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। 

আরো পড়ুন
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২ জন

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২২ জন

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ডিমাতলী এলাকায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১ লাখ ১৯ হাজার ৩২৬ পিস বিভিন্ন প্রকার বাজি উদ্ধার করা হয়।

উদ্ধার করা এসব বাজির বাজারমূল্য ২৭ লাখ ২৭ হাজার ৫৩০ টাকা বলে বিজিবি জানিয়েছে। নিয়ম অনুযায়ী, জব্দকৃত মালামাল কাস্টমস বিভাগে হস্তান্তর করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, সীমান্ত এলাকায় বিজিবির চোরাচালানবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরো জোরদার করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ