নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন জব্দসহ মালিককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নাসিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীতে রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, ‘রবিবার বিকেলে অভিযান চালিয়ে আড়িয়াল খাঁ নদী থেকে ড্রেজার মেশিনটি জব্দ করি। অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলগী গ্রামের রাজিব হক (২৫) নামের এক ড্রেজার চালককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে যান।’

তিনি আরো বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালু তোলায় নদীভাঙনসহ দিন দিন ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
সাবেক মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে নিয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুমিল্লার লাকসামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছেন। আজ সোমবার (১৭ মার্চ) জিজ্ঞাসাবাদ শেষে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা।

গ্রেপ্তারকৃতরা হলেন লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী (২৫), লাকসাম পৌরসভাধীন শ্রীপুর মধ্যপাড়ার মো. মমিনুল হকের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মাসুদ (২৩), বাতাখালী গ্রামের আবু তাহেরের ছেলে মো. মনির হোসেন হৃদয় (২৩), উত্তর বিনই এলাকার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে মো. আল আমিন (২৩) এবং মধ্য লাকসাম এলাকার মৃত মুস্তাফিজুর রহমান মজুমদারের স্ত্রী বিলকিছ আক্তার কল্পনা (৪০)।

 

আরো পড়ুন
‘ধর্ষণ’ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

‘ধর্ষণ’ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

 

পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক নারী ও তার স্বামী গত ১৪ মার্চ ভোরে লাকসাম পৌর শহরের বাইপাস মোড় থেকে একটি সিএনজি চালিত অটোরিকশার ওঠেন। অটোরিকশা চালক মো. মাসুদ তাঁরা স্বামী-স্ত্রী কিনা তা জানতে চায় এবং সন্দেহ প্রকাশ করে। পরে মাসুদ অত্যন্ত কৌশলে ভুক্তভোগীদের লাকসাম পৌর শহরের গন্ডামারা এলাকায় নিয়ে যায় এবং সেখানে আরো কয়েকজন মিলে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে। একপর্যায়ে অভিযুক্তরা ভুক্তভোগী স্বামী-স্ত্রীকে পার্শ্ববর্তী লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে যায়।

সেখানে স্বামীকে আটকে রেখে ওই নারীকে লাকসাম পৌরসভাধীন পাইকপাড়া এলাকায় অবস্থিত সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সিএনজি চালিত অটোরিকশা চালক মো. মাসুদ এবং তার সহযোগী মোহাম্মদ আলী ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে লাকসাম পৌর শহরের ৮নং ওয়ার্ডে বিলকিছ আক্তার কল্পনা নামে এক নারীর ভাড়া বাসায় রাখা হয়। সেখানে কল্পনার সহযোগিতায় ওই নারীকে ফের সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ওই ভুক্তভোগীকে উদ্ধার করে।

আরো পড়ুন
অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

 

এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার আগের দিন (১৩ মার্চ) তারা লাকসামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। পরদিন বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। 

আরো পড়ুন
সকাল থেকে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের

সকাল থেকে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের

 

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে।

দিনভর অভিযান চালিয়ে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, আজ (১৭ মার্চ) সকাল ১০টার দিকে গ্রেপ্তারকৃতদের কুমিল্লার বিজ্ঞ আদালতে পাঠানো হবে। 

মন্তব্য

অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
অবৈধভাবে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, প্রবাসীর স্ত্রীকে জরিমানা

ফরিদপুর চরভদ্রাসনে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সঙ্গে জড়িত মনিরা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুর ৪টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নে কানাইরটেক গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী। এসময় চরভদ্রাসন থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শেখ ফরহাদ, ভূমি কার্যালয়ের সার্টিফিকেট পেশকার রাসেল মুন্সী উপস্থিত ছিলেন।

এ ঘটনায় ভেকু মেশিনের ব্যাটারি ও যন্ত্রপাতি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত মনিরা বেগম উপজেলার গাজিরটেক ইউনিয়নের কানাইরটেক গ্রামের প্রবাসী মঞ্জু মৃধার স্ত্রী। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী বলেন, ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও মাটি বিক্রির অপরাধের সঙ্গে মনিরা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে ২৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কৃষি জমিতে যেন কেউ অবৈধভাবে মাটি কাটতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি, ছাত্রলীগ নেতা আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
শেয়ার
ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটুক্তি, ছাত্রলীগ নেতা আটক

নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সাকিবুল হাসান স্বচ্ছ খাজুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফেসবুকের একটি রাজনৈতিক পোস্টের কমেন্ট সেকশনে মন্তব্য করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটুক্তি করেছে ওই ছাত্রলীগ নেতা।

এমন অভিযোগ উঠলে পুলিশ তাকে আটক করে। এরপরে স্থানীয় উত্তেজিত জনতা থানায় বিচার দাবি করেন এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, মহানবীকে কটুক্তির ঘটনায় একজনকে আটক করেছি। এ বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য

চট্টগ্রামে বাসায় ডেকে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
চট্টগ্রামে বাসায় ডেকে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
সংগৃহীত ছবি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. মনজুর আহমেদ মঞ্জু (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণে সহযোগিতার করা অভিযোগে মঞ্জুর বন্ধু মো. সাইফুলকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, রবিবার দুপুর ৩টার দিকে ভুক্তভোগী নারীকে পতেঙ্গা থানার হাদীপাড়া শাওনের ভাড়াঘর নিচতলায় ডেকে নিয়ে যায় সাইফুল। রুমে নিয়ে মো. সাইফুল তার বন্ধু মো. মনজুর আহমদের সঙ্গে ভিকটিম নারীকে পরিচয় করিয়া দেয়। পরে সাইফুল ভিকটিমকে রুমে বসার জন্য বলে নিজে বাসার বাইরে চলে যায়। এই সুযোগে মো. মনজুর আহমেদ নারীকে ধর্ষণ করেন।

পরে এই ঘটনায় ভুক্তভোগী নারী পতেঙ্গা থানায় অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার ১ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ