খুলনাসহ পাঁচ জেলায় পাঁচজন খুন হয়েছেন। এ ছাড়া আরো তিন জেলায় তিন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
খুলনা : খুলনায় দুর্বৃত্তের গুলিতে শাহীনুর রহমান ওরফে শাহীন কামাল (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাতে বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।
শাহীন নগরীর দৌলতপুর থানাধীন কার্তিককুল এলাকার বাসিন্দা এবং চরমপন্থী নেতা। তিনি হুজি শহিদ হত্যা মামলার অন্যতম আসামি। খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, গতকাল ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা (উত্তর) : হোমনা উপজেলায় বিল্লাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত শনিবার রাতের কোনো একসময় তাঁকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় তারা। বিল্লাল হোসেন উপজেলার বড় ঘাড়মোড়া গ্রামের মো. জামান মিয়ার ছেলে। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার জাবেদউল ইসলাম।
সিরাজগঞ্জ : বেলকুচি উপজেলায় মসজিদের উন্নয়নে চাঁদা তোলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আজাহার আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী : মোহনপুরের সইপাড়া এলাকায় বিলকুমারী বিলের ডোবা থেকে মস্তকবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন।
বীরগঞ্জ (দিনাজপুর) : বীরগঞ্জে জুয়েল ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল কুড়িটাকিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। জুয়েল ইসলাম ওই এলাকার মোকছেদুল ইসলামের ছেলে।
রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) : রৌমারীতে আরিফ হোসেন (২২) নামের এক তরুণকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে ধনার চরের গ্রামে। নিহতের বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে আজাদ, তাঁর ছেলে ইমনসহ ছয়-সাতজনকে আসামি করে ত্যা মামলা করেছেন।
রাউজান (চট্টগ্রাম) : কমর উদ্দিন (৩৪) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত শনিবার রাতে হলদিয়া আমীরহাট বাজারে এই ঘটনা ঘটে। তিনি উত্তর সর্ত্তা গ্রামের মনু পেটান তালুকদারবাড়ির আলী মিয়ার ছেলে।
নরসিংদী : নিখোঁজের তিন দিন পর সাদ্দাম হোসেন (৩) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার শীলমান্দি বিলপার এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।