চাকরিকালে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অবসরকালে পরিশোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
শেয়ার
চাকরিকালে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অবসরকালে পরিশোধ
সংগৃহীত ছবি

চাকরির সময় যাতায়াতকালে বিভিন্ন কারণে ট্রেনের টিকিট কাটা সম্ভব হয়নি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. শাফি উদ্দিনের। অবসর শেষে তিনি স্বেচ্ছায় সেই টাকা পরিশোধ করলেন। 

শনিবার (১৫ মার্চ) উপকুল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণকালে তিনি মোট এক হাজার টাকা পরিশোধ করেন।

আরো পড়ুন
রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার

রংপুরের সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার

 

উপকুল এক্সপ্রেস ট্রেনের ফেসবুক পেজ থেকে জানা যায়, চাকরিকালীন সময়ে মাঝে মাঝে কসবা-কুমিল্লা-কসবা পথে ট্রেনে যাতায়াত করতেন।

কিন্তু কয়েক দিন টিকিট কাটা সম্ভব হয়নি। শনিবার সকাল সাড়ে আটটায় তিনি কসবা স্টেশন থেকে উপকুল এক্সপ্রেসে ট্রেনে উঠেন। এ সময় ট্রাভেল টিকিট এক্সামিনার (টিটিই) মো. ইসমাইল হোসেন টিকিট চেক করতে এলে তিনি বিষয়টি তুলে ধরেন। এরপর অনুমান করে এক হাজার টাকার টিকিট কাটেন তিনি।

অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মো. শাফি উদ্দিনের এমন নজির স্থাপন করায় রেলওয়ে কর্তৃপক্ষ অভিভূত।

মন্তব্য

সম্পর্কিত খবর

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক
সংগৃহীত ছবি

পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ নেতা আটক


ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, ওই ছাত্রলীগ নেতা ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করে ছাত্রপ্রতিনিধিরা। পরে তাকে ফেনী মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল নোবেল। তিনি শহরের রামপুর এলাকার এনামুল হকের ছেলে। নোবেল ফেনী পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। 

পুলিশ জানায়, আটক নোবেল ফেনী কম্পিউটার ইন্সটিটিউটের টেলিকমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

রবিবার দুপুরে ফেনী কম্পিউটার ইন্সটিটিউটে পরীক্ষা দিতে আসলে তাকে আটক করেন শিক্ষার্থীরা।পরে খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যান।

এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ‘ছাত্র প্রতিনিধিদের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এই বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
শেয়ার
মরা গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ
ছবি : কালের কণ্ঠ

ময়মনসিংহের নান্দাইলে দুর্ঘটনায় আহত বলে প্রচার করে মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার সকালে সিরাজুলের দোকানে মাংস বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কমপক্ষে ১০০ কেজি মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তবে পালিয়ে যান বিক্রেতা সিরাজুল। 

মাংস বিক্রেতা সিরাজুল জানান, ওই গরু তিনি স্থানীয় মেরেঙ্গা বাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকায় ক্রয় করেছেন।

এ সময় গরু ক্রয়ের রসিদ চাইলে তিনি দেখাতে পারেননি তিনি। তারপর ওই গরুর পরীক্ষা করানো হয়েছে কি না তার প্রমাণপত্রও দেখাতে পারেননি।

পরে ভুল স্বীকার করে তিনি বলেন, ওই মাংস পাশের শেরপুর এলাকার পাঁচরুখি গ্রাম থেকে ক্রয় করে গভীর রাতে এনেছেন। তবে এ জন্য তিনি অনুতপ্ত।

আর কখনো এই কাজ করবেন না। 

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান ও প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবু সাদত মো. সায়েম। তারা প্রায় ১০০ কেজি মাংস জব্দ করে মাটির নিচে পুঁতে রাখার ব্যবস্থা করেন।

নান্দাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন, সশরীরে না থাকায় অভিযুক্তকে কোনো ধরনের শাস্তি দেয়া যায়নি।

তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
ছবি : কালের কণ্ঠ

চট্টগ্রাম নগরীর টেরিবাজারের একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় টেরিবাজারের খাজা মার্কেটের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ কালের কণ্ঠকে বলেন, ‘রবিবার ৭টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আগুন রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানাতে পারব।’

আরো পড়ুন
কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

কারাগা‌রে আ. লীগ নেতা, নদীতে ভাসছিল ছেলের লাশ

 

টেরিবাজারের ব্যবসায়ীরা বলেছন, আগুন লেগেছে কাপড়ের গুদামে।

আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষতির পরিমাণ বলা যাবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
নদীতে ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে যুবকের ৩০ দিনের জেল

ফরিদপুরের সদরপুরে অবৈধভাবে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন জব্দসহ মালিককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার নাসিরপুর ইউনিয়নে আড়িয়াল খাঁ নদীতে রবিবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন বলেন, ‘রবিবার বিকেলে অভিযান চালিয়ে আড়িয়াল খাঁ নদী থেকে ড্রেজার মেশিনটি জব্দ করি। অভিযানে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের আলগী গ্রামের রাজিব হক (২৫) নামের এক ড্রেজার চালককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে ড্রেজারের মালিক পালিয়ে যান।’

তিনি আরো বলেন, ‘অবৈধভাবে নদী থেকে বালু তোলায় নদীভাঙনসহ দিন দিন ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ