<p>গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী আইডিয়াল বইমেলা শুরু হয়েছে। সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে শুক্রবার (২০ ডিসেম্বর) এই বইমেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। </p> <p>এ সময় উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক অমূল্য সরকারসহ এলাকার গণ্যমান্য লোকজন, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। শুক্রবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত এই বইমেলা চলবে।</p> <p>সংশ্লিষ্টরা জানান, তিন দিনব্যাপী বইমেলায় ছয়টি স্টলে থাকছে দেশি-বিদেশিসহ শিশুতোষ বই থেকে শুরু করে উপন্যাস, মুক্তিযুদ্ধবিষয়ক বই, কবিতা, ধর্মীয় বই, গল্প ভ্রমণ ও বিভিন্ন গল্পেরসহ প্রায় ত্রিশ হাজার বই। তিন দিনব্যাপী এই বইমেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।</p> <p>হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরির জন্যই এই বই মেলার আয়োজন করা হয়েছে। বইমেলার কারণে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ছে।</p>