<p>মধু চাষি, উৎপাদক, ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে কাল শনিবার মৌমাছি ও মধু বিষয়ক পঞ্চম জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) এ সম্মেলন অনুষ্ঠিত হবে।</p> <p>আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মৌমাছি ও মধু সংগঠনের আহ্বায়ক আল-আমিন হুসাইন কালের কণ্ঠকে এ তথ্য জানান। </p> <p>সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর কাকরাইলের ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত হবে। দেশের মৌমাছি ও মধু নিয়ে সক্রিয় সব অংশীদার মৌয়াল, চাষি, বণিক, গবেষক, উদ্যোক্তা ও ভোক্তাদের একই ময়দানে একত্র করে কাজ করার লক্ষ্যে এ সমাবেশ হবে।</p> <p>আল-আমিন হুসাইন জানান, ২০১৯ সালে সামাজিক মাধ্যমের ওপর ভিত্তি করে ‘মৌমাছি ও মধু’ জোটের যাত্রা শুরু হয়। দেশের মৌমাছি ও মধু নিয়ে সক্রিয় সকল অংশীদার মৌয়াল, চাষি, বণিক, গবেষক, উদ্যোক্তা ও ভোক্তাদের একই ময়দানে একীভূত হয়ে কাজ করার পরিবেশ সৃষ্টির দৃঢ় প্রত্যয় নিয়ে এই জোটটি প্রতিষ্ঠা করা হয়। </p> <p>তিনি আরো জানান, প্রায় ২৬ হাজার সদস্য বিশিষ্ট এই জোটটি প্রতিষ্ঠার পর থেকেই মৌমাছি ও মধু বিষয়ক সচেতনতা, সমাজে প্রচলিত মধু বিষয়ক ভুল ধারণা দূর করা এবং গবেষক, চাষী, উৎপাদক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও ভোক্তাদের মধ্যে সেতুবন্ধন ও সুসম্পর্ক গড়ে তোলার জন্য বিভিন্ন ধরণের প্রদর্শনী, সভা, সেমিনার, মধু মেলা, সুন্দরবনে হানি ট্যুরিজম ইত্যাদি ফলপ্রসূ কার্যক্রমের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় জাতীয় মৌমাছি ও মধু ৫ম জাতীয় সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে।</p> <p>তিনি আরো জানান, মৌমাছি ও মধু জোটের সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক জোড়ালো কার্যক্রমে একদল চৌকস উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশীয় মধুর সঠিক বিপণন, বেকারত্ব দুরীকরণে ও সৃজনশীল কর্মবলয় সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে প্রভাব বিস্তার এবং পরিবেশ দূষণ হ্রাসে কার্যকর ভূমিকা রাখছে।</p>