<p>উত্তরবঙ্গের সমস্যা নিরসনের জন্য সুখবর দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘শুষ্ক মৌসুমে পানির অভাব এবং বন্যার মৌসুমে পানিতে তলিয়ে যাওয়া এটা উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের সমস্যা। পানিসম্পদ উপদেষ্টা এবং আমি আগামী বছরের শুরুর দিকে উত্তরবঙ্গে আবার আসব। তিস্তার পানির সমস্যা কিভাবে নিরসন করা যায়, এটার দীর্ঘমেয়াদি সমাধান কিভাবে হতে পারে তার জন্য গণশুনানির আয়োজন করা হবে। আমরা উত্তরবঙ্গের মানুষের কথা শুনব। তিস্তা নিয়ে আপনাদের সমস্যাগুলো শুনে তার প্রেক্ষিতে পরিকল্পনা গ্রহণ করা হবে। আমি আশাবাদী, এর মাধ্যমে আপনাদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে।’</p> <p>নীলফামারীর জলঢাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ ডিসেম্বর) জলঢাকা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক নাইমুজ্জামানের সভাপতিত্বে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>তিনি আরো বলেন, ‘শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক উন্নয়নসমূহ অসম্ভব। সুতরাং উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ করা হয় সে জন্য উত্তরঙ্গের স্থলবন্দর শক্তিশালী করার উদ্দেশ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে অবশ্যই আলোচনা করব। এ ছাড়া বিপিএলের ভেন্যু হিসেবে আগামী বছর হতে বগুড়ার স্টেডিয়ামকে সংযুক্ত করা হবে। উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে এলাকাভিত্তিক কোনো বৈষম্য আর থাকবে না।’</p> <p>সবাইকে সংস্কারকাজে মতামত দিয়ে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশকে আপনারা যেভাবে চান তেমন বাংলাদেশ গড়তে চাই।’</p> <p>অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। আরো বক্তব্য দেন জেলা মজলিসে শুরা সদস্য ওবায়দুল্লাহ সালাফী, কেন্দ্রীয় সমন্বয়ক লিমন, কেন্দ্রীয় সহসমন্বয়ক রেদোয়ান আহমেদ, আহতদের পক্ষ থেকে শাকিল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ছাত্র প্রতিনিধি সাব্বির হোসেন, সাবাব তানজিম, নেওয়াজ নিশান, ইকবাল জিহাদ, রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।</p>