<p style="text-align:justify">দিনাজপুরের ১৩ উপজেলার সমন্বয়ে যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে খানসামা উপজেলার পাকের হাট গ্রোয়ার্স মার্কেট সন্নিকটস্থ মাঠে সংবর্ধনা দেওয়া হয়।</p> <p style="text-align:justify">সংবর্ধনা অনুষ্ঠানটি এক পর্যায়ে ঐতিহাসিক জনসভায় পরিণত হয়। গোটা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। অংশ নেন দিনাজপুরের ১৩ উপজেলা থেকে আগত তরুণ প্রজন্মের নেতাকর্মী ও সমর্থকরা। এছাড়াও জামায়াত-বিএনপির নেতা কর্মীসহ সাধারণ গণমানুষ অংশ নেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যবিষয়ক কমিশনের সদস্য ডাক্তার আহাদ। </p> <p style="text-align:justify">উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লব এদেশের মানুষের জন্য যে বিজয় ও সুযোগ এনে দিয়েছে, তা জনকল্যাণে কাজে লাগাতে হবে। তাহলেই কেবল শহীদদের আত্মা শান্তি পাবে। উত্তরাঞ্চলের সকল স্তরের মানুষের সমস্যার কথাও শোনেন তিনি। অবহেলিত এলাকাটিতে শিক্ষার মান উন্নয়নে সকল সুবিধা প্রদানে আশ্বাস দেন উপদেষ্টা আসিফ মাহমুদ।</p> <p style="text-align:justify">তিনি বলেন, আমাদের সজাগ থাকতে হবে। কোনোভাবেই যেন কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং এদেশের মানুষের অধিকার কেড়ে নিতে না পারে। যে স্বপ্ন নিয়ে এ বিপ্লব সংগঠিত হয়েছে, তার সুফল ও সাম্যের অংশ পৌঁছে যাবে সবার ঘরে, ইনশাআল্লাহ। তিনি যুবকদের ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান। </p> <p style="text-align:justify">সভাটিতে এক কোটি টাকা ব্যয়ে একটি পাঠাগার নির্মাণের ঘোষণা দেয়া হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন খানসামা উপজেলা জামায়াতের আমির মাওলানা আনিছুর রহমান ও খানসামা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম বিএসসিসহ ১৩ উপজলার নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা।</p>