<p>টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে রানবন্যা। প্রথম ম্যাচে দুই ইনিংসে ৩৫৩ রান। পরের ম্যাচে আরো বেশি। দুই দল মিলিয়ে করে ৪১২ রান।</p> <p><img alt="১" height="999" src="https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/12/25/my1198/kk--12a--25-12-2024-14.jpg" style="float:right" width="450" />অথচ জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের শেষটা হলো রানখরায়। </p> <p>সিলেটে গতকাল ফাইনালে মাত্র ৬২ রানে গুটিয়ে যায় ঢাকা মেট্রো, যা স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে তৃতীয় সর্বনিম্ন রান। ৬৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও বিপদে পড়ে রংপুর। শেষ পর্যন্ত অবশ্য ৫ উইকেটে জিতে শিরোপা-উল্লাস করেন আকবর আলিরা।</p> <p>ট্রফি জয়ের পর অধিনায়ক আকবর কৃতিত্ব দিলেন পেসারদের, ‘আমাদের পেসাররা টুর্নামেন্টজুড়ে অসাধারণ বোলিং করেছে। তার পরও আমার মনে হয়েছে, ফাইনালের জন্য তারা নিজেদের সেরাটা রেখে দিয়েছিল।’</p> <p>রংপুরের পেসার মুকিদুল ইসলাম, আলাউদ্দিন বাবুর বোলিং তোপে মেট্রোর ব্যাটাররা থিতু হতে পারেননি। শামসুর রহমান (১৪) ও আবু হায়দার (১৩) ছাড়া দলটির আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছতে পারেননি।</p> <p>মুকিদুল-আলাউদ্দিন দুজনই নেন ৩টি করে উইকেট। রান তাড়ায় ১৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। সেই চাপ কাটিয়ে জিতেছেন আকবররা।</p>