<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দ্রুততম সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি ও সমমনারা। একই সঙ্গে তারা ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানিয়েছে। পাশাপাশি বৈঠকে অন্তর্বর্তী সরকারের চার মাসের সফলতা ও ব্যর্থতা নিয়ে আলোচনা হয়।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণ অধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ও ঐক্য ভাসানী ন্যাপের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু উপস্থিত ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র জানায়, বৈঠকে সমমনা দলের নেতারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভিন্নমুখী বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, সরকার গঠনের সময় চার মাস অতিবাহিত হলেও নির্বাচনের বিষয়ে এখনো সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়নি। তারা পদে পদে ব্যর্থ হচ্ছে। এর পরও এই সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা অব্যাহত রাখবে। কিন্তু তারা ব্যর্থ হলে তার দায়ভার রাজনৈতিক দলগুলো নেবে না। পাশাপাশি সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের বিষয়েও কোনো কোনো নেতা ক্ষোভ প্রকাশ করেন বৈঠকে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈঠক শেষে সাংবাদিকদের আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের চলমান যে কাজগুলো বাকি আছে, এর মধ্যে রয়েছে একটি রূপরেখা। সংস্কার বাস্তবায়ন। সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। এটা আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। ৩১ দফা কার্যক্রম ও বাস্তবায়নের জন্য যে বিষয় ছিল, সেগুলোও আমরা আলোচনা  করেছি। এখন সবার কাছে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ, যারা আগামী দিনে এই ৩১ দফা বাস্তবায়ন করবে। কাজেই নির্বাচন অতি সত্বর হওয়া দরকার। একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক এবং বৈদেশিক যে বিষয়গুলোর আমরা সম্মুখীন হচ্ছি, সেটা নির্বাচিত সরকারের পক্ষেই দ্রুত সমাধান করা সম্ভব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>