<p>কথায় আছে- শেষ ভালো যার সব ভালো তার। বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও ঠিক তাই। কি দুর্দান্তভাবেই না বছরটা শেষ করেছে তারা। বছরের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ধবলধোলাই করেছে বাংলাদেশ।</p> <p>ক্যারিবিয়ানদের ধবলধোলাই করার পথে দুর্দান্ত সব পারফর‌ম্যান্স করেছেন শেখ মেহেদী হাসান-জাকের আলি অনিকরা। যার স্বীকৃতি হিসেবে আইসিসির কাছ থেকে সুখবরও পেয়েছেন তারা। বছরের শেষ র‌্যাংকিং হালনাগাদে ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন শেখ মেহেদী, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। আর ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন জাকের আলি।</p> <p>ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন মেহেদী। সর্বোচ্চ ৮ উইকেটে নেওয়ার পুরস্কার হিসেবে পেয়েছেন সিরিজসেরার স্বীকৃতি। সঙ্গে ব্যাটিংয়ে করেছিলেন ৩৭ রান। যার স্বীকৃতি হিসেবে আইসিসির সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন এই অফস্পিনার। ১৩ ধাপ উন্নতি হওয়ায় প্রথমবার শীর্ষ দশে জায়গা পেয়েছেন তিনি। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছেন তিনি।</p> <p>৭ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ১১ নম্বরে জায়গা পেয়েছেন তাসকিন। তার ক্যারিয়ারসেরা রেটিং ৬৩০। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নেন এই পেসার। ২১ ধাপ এগিয়ে ১৭ নম্বরে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন। আর পেসার হাসান মাহমুদের উন্নতি হয়েছে ২৩ ধাপ। বাংলাদেশি পেসার আছেন ২৪ নম্বরে। ১৬ ধাপ এগিয়ে ৪৫ নম্বরে আছেন তানজিম হাসান সাকিব। শীর্ষ নয়ে কোনো পরিবর্তন হয়নি। ৭০৭ রেটিং নিয়ে চূড়ায় আছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেন। </p> <p>অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২০ রান করে ব্যাটারদের তালিকায় ৮৫ ধাপ এগিয়েছেন জাকের আলি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে ৮৭ নম্বরে আছেন। ব্যাটারদের তালিকায় শীর্ষ ১৩ নম্বরে কোনো বদল নেই। ৮৫৫ রেটিং নিয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেড।</p> <p>টেস্ট বোলিংয়ে মাইলফলক গড়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতীয় বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ৯০৪ রেটিং পয়েন্ট অর্জন করেছেন শীর্ষে থাকা এই পেসার। আগের রেকর্ডটি ছিল সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিন, ২০১৬ সালে। অন্যদিকে ভারতের মাথাব্যাথা ট্রাভিস হেডের উন্নতি হয়ে ব্যাটারদের র‌্যাংকিংয়ে। গ্যাবাতে সেঞ্চুরি করে এক ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠেছেন বাঁহাতি ব্যাটার।  শীর্ষ তিনে আছেন জো রুট (১ নম্বর), হ্যারি ব্রুক (২) ও কেন উইলিয়ামসন (৩)।</p>