<p>রবীন্দ্র জাদেজার সংবাদ সম্মেলন নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলোর অভিযোগ ছিল, শুধু হিন্দি প্রশ্নের উত্তর দিয়েছেন জাদেজা। তাদের ডেকে এনেও প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। এই বিতর্কের পর মেলবোর্ন টেস্ট শুরুর আগে আরো বেশি কিছু বিতর্কিত বিষয় সামনে এসেছে।</p> <p>যেমন অনুমতি ছাড়া বিরাট কোহলির পারিবারিক ছবি তোলা, দুই দলের অনুশীলনের পিচ আলাদা আলাদা। তবে অন্য সব কিছু বিতর্কিত বিষয়কে পাশে রেখে জাদেজার সংবাদ সম্মেলন নিয়ে মজা করেছেন মাইকেল ভন। যেন আগুনে ঘি ঢালতে বিতর্কিত ঘটনা সামনে এনেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।</p> <p>এআইয়ের (AI) সহায়তা নিয়ে ইংরেজিতে অনুবাদ করতে পারত অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো- এমনটা বলে মজা করেছেন ভন। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেছেন, ‘ভারত এখন শক্তিশালী। তারা মনে করে বিমানবন্দরে তাদের খেলোয়াড়দের পরিবারের ছবি তোলা এবং ভিডিও করা হচ্ছে। এটাই তাদের প্রতিক্রিয়া দেখানোর পন্থা। আমার কাছে এসব নাটক মনে হয়। এখন যেহেতু এআই প্রযুক্তি আছে তার সহায়তা নিয়ে হিন্দি থেকে অস্ট্রেলিয়ানরা ইংরেজিতে অনুবাদ করতে পারে। যদি তারা ইংরেজিতে কথা বলতে অস্বীকার করেও, তাহলে প্রযুক্তিতে অনুবাদ করে নিতে পারে। হয়তো অনুবাদ কিছুটা একটু এদিক-ওদিক হবে, তবে মজার হবে।’</p> <p>আগামীকাল ভোরে মেলবোর্নে চতুর্থ টেস্টে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া। পাঁচ টেস্টের সিরিজে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া।</p>