<p>চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান ও প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী  উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম মামুন মিয়ার স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরে পেয়েছেন।</p> <p>বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="খালি পেটে পানি পান কি আসলেই উপকারী?" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735121275-4ede289aea6dc8ae16bc0bd78688af5c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>খালি পেটে পানিপান কি আসলেই উপকারী?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/12/25/1461207" target="_blank"> </a></div> </div> <p>চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ আপনাদের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার নির্দেশক্রমে আপনাদের স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।</p> <p>এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনারা কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে। ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আপনাকে সতর্ক থাকার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="পিএসএলের ড্রাফটে মুস্তাফিজের নাম" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735120428-91e388c570b416d328f17eac18453fba.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>পিএসএলের ড্রাফটে মুস্তাফিজের নাম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/12/25/1461204" target="_blank"> </a></div> </div> <p>এই বিষয়ে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান কালের কণ্ঠকে বলেন, দল স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দিয়েছে। দলের সর্বস্তরের সিনিয়র নেতা আমার কর্মী এবং জনগন দুঃসময়ে আমাকে ছায়ার মতো আগলে রেখেছেন। তাদের প্রতি এবং আমার নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। </p> <p>গত ২৯ আগস্ট চট্টগ্রাম নগরীর একটি ওয়্যার হাউস থেকে এস আলম গ্রুপের ১৪ টি বিলাসবহুল গাড়ি বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে। এতে এই তিন নেতার তদারকিতে গাড়িগুলো পার করে দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু সুফিয়ানসহ তিন নেতাই এই অভিযোগ অস্বীকার করে নিজেদের কোন সম্পৃক্ততা নেই বলে দাবি করেছিলেন। এরপর গত ১ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়। একই সঙ্গে আহ্বায়ক আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ও কর্ণফুলী বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়ার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্র।</p>