<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় নেত্রকোনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪৩ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই আদেশ দেন। আদালত ও দলীয় সূত্রে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীরা ২০১৮ সালের ২৫ ডিসেম্বর দুপুরে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা বিএনপির কার্যালয়ে সভা করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁদের ওপর হামলা চালান। ওই ঘটনায় গত ২০ সেপ্টেম্বর ৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে খালিয়াজুরী থানায় মামলা করা হয়। খালিয়াজুরী উপজেলা যুবদল নেতা মাইনুল ইসলাম তালুকদার বাদী হয়ে মামলাটি করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>