<p style="text-align:justify">নেত্রকোনার কেন্দুয়ায় দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে অন্তত ১৫-২০ লাখ টাকার মাছ নিধন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ৬ জনের নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার রোয়াইলবাড়ী  ইউনিয়নের আমতলা গ্রামে পূর্বশত্রুতার জেরে মজিবুর রহমান সবুজের পুকুরে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">এদিন বিকেলে সবুজ (৪২) বাদী হয়ে একই গ্রামের আব্দুল হাই (৫৫), নূরু মিয়া (৪২), সাইফুল ইসলাম (৪৫), আনু মিয়া (৩০), ইয়াছিন (২০) ও সোয়াইবের (২০) নাম উল্লেখ করে কেন্দুয়া থানায় এজাহার দায়ের করেন।</p> <p style="text-align:justify">ভুক্তভোগী মজিবুর রহমান সবুজ জানান, সবুজ ৫ থেকে ৬ বছর আগে ৬০ শতক জমিতে একটি পুকুর খনন করেন। দীর্ঘদিন ধরে ওই পুকুরে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছিলেন তিনি। রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন অভিযুক্তরা। এতে পুকুরে থাকা পাবদা, শিং ও বিভিন্ন দেশীয় প্রজাতির অন্তত ৮০-১০০ মণ মাছ মারা গেছে। যার আনুমানিক বাজার মূল্য ১৫-২০ লাখ টাকা। </p> <p style="text-align:justify">সবুজ বলেন, পুকুরে মাছ চাষ করেই কোনোভাবে সংসার চালাচ্ছি। দুর্বৃত্তরা রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। পাশাপাশি আমার বসতবাড়িতে আক্রমণ করে অনেক ক্ষয়ক্ষতি করেছে। যারা পুকুরে বিষ ও বাড়িতে আক্রমণ করেছে, তাদের বিচার চাই। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।</p> <p style="text-align:justify">কেন্দুয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আজহারুল ইসলাম খান বলেন, আমি ছুটিতে আছি। আমার কাছে ভুক্তভোগী ফোন করার পর বলেছি, যদি আপনারা মনে করেন যে, বিষ প্রয়োগে মাছগুলো মারা গেছে; তাহলে থানায় অভিযোগ করেন। </p> <p style="text-align:justify">কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে বিকেলের দিকে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।<br />  </p>