<p style="text-align:justify">জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন সরকারি অফিসের কেউ ঘুষ নিলে দেশে তার জায়গা হবে না। তার জায়গা হবে শেখ হাসিনার সঙ্গে। সুতরাং সবার আগে সরকারি অফিসগুলোতে ধান্দাবাজি বন্ধ করতে হবে।  </p> <p style="text-align:justify">বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের নিজ জন্মভূমি আটোয়ারী উপজেলার মডেল পাইলট স্কুল মাঠে শহীদ পরিবারের সদস্যদের চেক বিতরণ ও অসহায় দরিদ্র ২ হাজার পরিবারকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।</p> <p style="text-align:justify">সারজিস আলম বলেন, কোনো সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী যদি আপনাদের কাছে টাকা চায়, তাহলে আপনারা প্রমাণসহ তথ্য দিবেন। সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী যদি ধান্দাবাজি করে টাকা নেয়, লুটপাট করে তাহলে উন্নতি সম্ভব নয়। </p> <p style="text-align:justify">তিনি বলেন, সরকারি অফিসগুলোতে নাকি টাকা ছাড়া কাজ হয় না। কয়েক হাজার টাকার একটা কার্ড নিতেও জনপ্রতিনিধিদের নাকি টাকা দেওয়া লাগে। এই অভ্যুত্থান আমাদের একটি জিনিস শিখিয়েছে, সেটি হলো কেউ যদি জনগণের কথা না শোনে, জনগণের কথা না বলে, নিজের আখের গোছায় তাদেরকে শেখ হাসিনার মতো দেশছাড়া করতে হবে। বাংলাবান্ধা স্থলবন্দরে অফিশিয়াল কর্মকর্তা-কর্মচারী বেশিরভাগ বাইরে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা শিগগিরই স্থলবন্দরের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেবো।</p> <p style="text-align:justify">এসময় তিনি জনপ্রতিনিধি বেছে নেওয়ার বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং সামান্য টাকার বিনিময়ে ভোট বিক্রি না করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। </p> <p style="text-align:justify">এদিন তেঁতুলিয়া উপজেলাতে ২ হাজার অসহায় দরিদ্র মানুষকে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এসময় সারজিস তার বক্তব্যে বলেন, ধীরে ধীরে আমাদের নজর প্রত্যেকটি সিস্টেমের দিকে যাবে। যেখানেই আমরা অন্যায় দেখবো, সিন্ডিকেট, চাঁদাবাজি দেখবো আমরা তা উপড়ে ফেলবো। এতো বড় গণ-অভ্যুত্থানের পরে এতো রক্ত দেওয়ার পরেও যদি টাকার আর সুপারিশের খেলা চলতে থাকে, তাহলে প্রয়োজনে আমরা আরও রক্ত দেবো।</p>