<p>অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘গত রাষ্ট্রপতি যে পরিমাণ হত্যা মামলার আসামিকে ক্ষমা করেছেন, তা আমাদের ইতিহাসে নেই।’ জুলাই-আগস্টে নিহত শহীদদের মর্যাদা দিতে দেশের সব শিল্প খাতে সেক্টর ধরে সংস্কার করা হবে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা।</p> <p>আজ বুধবার চট্টগ্রামের হোটেল রেডিসনে ‘বাংলাদেশের বিকশিত অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে অভিগমন’ শীর্ষক দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি), চট্টগ্রাম শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।</p> <p>অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, ‘অবৈধ আর্থিক বহিঃপ্রবাহ, অলিগার্কের উত্থান, গুটিকয়েক লোকের হাতে সম্পদের কেন্দ্রীকরণ, অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় প্রতিষ্ঠানের ধ্বংস এবং ব্যাপক দুর্নীতি অর্থনীতিতে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। ছাত্র-নাগরিক বিদ্রোহের মাধ্যমে গঠিত নতুন সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে।’</p> <p>তিনি বলেন, ‘আমরা দেখলাম বিগত সরকারের আমলে ব্যাবসায়ী, আমলা, বিচারক, সিভিল সার্ভিস, রাজনীতিবিদ মিলে একটি দুর্নীতির জোট তৈরি করেছিল।’</p> <p>অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন। সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান থিম পেপার উপস্থাপন করেন।</p>