<p style="text-align:justify">রংপুরের পীরগাছায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে পীরগাছা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। </p> <p style="text-align:justify">গ্রেপ্তার রায়হান মিয়া উপজেলার বড়পানসিয়া সর্দারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ও পীরগাছা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।</p> <p style="text-align:justify">বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। এর আগে গত ১ সেপ্টেম্বর মারধরের শিকার হয়ে মামলাটি করেন যুগান্তরের পীরগাছা প্রতিনিধি একরামুল ইসলাম।</p> <p style="text-align:justify">সাংবাদিক একরামুল ইসলাম জানান, গত ২১ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় ‘পীরগাছায় খাদ্যবান্ধব চাল বিতরণ নিয়ে সংশয়, বিএনপি নেতাদের পাহারা’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। প্রকাশিত ওই খবরের জের ধরে খাদ্য অফিস পাহারাদাররা বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে উপজেলা পরিষদ চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে ডেকে নিয়ে মারধর করেন সন্ত্রাসী রায়হান।</p> <p style="text-align:justify">পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, সাংবাদিক মারধরের ঘটনায় ওয়ারেন্টভুক্ত আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে।</p>