<p>দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে আগামীকাল বুধবার। তবে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে এই দুই বিভাগের সঙ্গে চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণাঞ্চলে তা কিছুটা কমতে পারে।</p> <p>বৃহস্পতিবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। ২৯ ডিসেম্বরের পর দেশে দিন ও রাতের তাপমাত্রা কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।</p> <p>আগামী কিছুদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="‘আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে’—মন্তব্যটি ভুয়া" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/24/1735053824-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>‘আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে’—মন্তব্যটি ভুয়া</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/12/24/1460927" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির কালের কণ্ঠকে বলেন, ‘২৯ ডিসেম্বরের পর আবার তাপমাত্রা ক্রমে কমতে পারে। তবে তার আগ পর্যন্ত তাপমাত্রায় বড় ধরনের উত্থান-পতনের সম্ভাবনা নেই। জানুয়ারিতে স্বাভাবিকভাবেই শীত বাড়বে। মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও পশ্চিমাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। বিশেষ করে রংপুর বিভাগ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং পশ্চিমের যশোর ও চুয়াডাঙ্গার মতো অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে।’</p> <p>আবহাওয়া অধিদপ্তরের জানিয়েছে, আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারে শ্রীমঙ্গলে, ৮.৯ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।</p>