<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। গত সোমবার গভীর রাতে উপজেলার পশ্চিমপাড় থেকে রাধাগঞ্জ পর্যন্ত সড়কের দুই পাশের বিভিন্ন বাড়িতে গিয়ে দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম শুভসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দিঘলীয়া গ্রামের ৬০ বছরের বৃদ্ধা শেফালী বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক দিন ধরে খুব ঠাণ্ডা পড়ছে। ঘরে গরম কাপড় ছিল না। এই ঠাণ্ডায় খুব কষ্টে ছিলাম। হঠাৎ করে আমাগো ইউএনও ম্যাডাম আমার বাড়িতে কম্বল নিয়ে আসলো। কম্বলডা পাইয়া খুব উপকার হইছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এটি আমাদের রুটিনমাফিক কাজেরই অংশ। সমাজের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>