<p>যথানিয়মে অনলাইনে ভর্তির আবেদন করে লটারিতে সুযোগ আসে সরকারি স্কুলে ভর্তি হওয়ার। আর এ অবস্থায় ময়মনসিংহের নান্দাইল চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই সরকারি ফি জমা দিয়ে ১৪ শিক্ষার্থীর মধ্যে অনেকই ভর্তি হয়ে আবার ভর্তি হতে গিয়ে বিপদে পড়ে। তাদের জানানো হয় বয়স বেশি হওয়ায় যারা ভর্তি হয়েছে তাদের ভর্তি বাতিল ও অন্যরা ভর্তি হতে পারবে না। এতে অভিভাবকরা চিন্তায় পড়ে যান। মানসিকভাবে ভেঙে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। এ নিয়ে কালের কণ্ঠ অনলাইনে ‘<a href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/22/1460272">নীতিমালার গ্যাঁড়াকলে ১৪ শিক্ষার্থী</a>’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে দৃষ্টি পড়ে কর্তৃপক্ষের।</p> <p>পরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কয়েক দফায় বৈঠকের পর সিদ্ধান্ত হয় ওই ১৪ শিক্ষার্থীসহ নীতিমালার বাইরেও স্থানীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে লটারিতে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে। এ খবর পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। ওই সব শিক্ষার্থীদের অভিভাবকরা কালের কণ্ঠকে ধন্যবাদ জানান।</p> <p>আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভর্তির নির্ধারিত সময়ের শেষ দিনে সবাই ভর্তি হতে পারবে। এতে আর কোনো বাধা নেই।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব : ফজলুর রহমান" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/25/1735100801-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দ্রুত নির্বাচন না দিলে মাঠে নামব : ফজলুর রহমান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/12/25/1461130" target="_blank"> </a></div> </div> <p>এর আগে লটারিতে সুযোগ পেয়ে ভর্তি হয়েছিল আদনান ওয়ালিদ নামে এক শিক্ষার্থী। দুদিন পর ওই শিক্ষার্থীর বাবা হেলাল উদ্দিনকে স্কুল থেকে ফোন করে জানানো হয়েছিল যাচাই-বাছাইয়ের পর জানা গেছে নীতিমালায় ভর্তি হওয়া আদনানের বয়স ১২-এর বেশি তাই তার ছেলের ভর্তি বাতিল হয়েছে। এ খবরে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান হেলাল। পরে বিষয়টি নিয়ে এ প্রতিনিধির সঙ্গে কথা বলেন। এরপর ময়মনসিংহ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের (আইসিটি ও শিক্ষা) সঙ্গে কথা বললে তিনি ঘটনাটি দেখছেন বলে আশ্বস্থ করেন। এ অবস্থায় কালের কণ্ঠে সংবাদ প্রকাশ হলে স্থানীয় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে বৈঠকে বসে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত হয়।</p> <p>জানা যায়, নান্দাইল সদরে অবস্থিত চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ে ষষ্ট শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন করে তিন শতাধিক শিক্ষার্থী। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পায় ১০৯ জন। সেই সাথে প্রথম অপেক্ষমাণ তালিকায় ১০৯ ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকাতে ১০৯ জনের নাম তালিকাভুক্ত হয়।</p> <p>চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তুফা জানান, জেলায় নীতিমালার বয়সটাকে শিথিল করা হয়েছে। তাছাড়াও যেসব শিক্ষার্থী আগামী এসএসসি পরীক্ষার সময় নির্ধারিত বয়স হবে তারাই ভর্তির সুযোগ পাবে।</p>