<p>সৌদি আরবের মদিনায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের বাড়ি ময়মনসিংহ জেলায়। বাকি একজনের বাড়ি শেরপুর জেলায়। লাশগুলো ফেরত আনতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।</p> <p>নিহতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলার পাইথল গ্রামের বদরউদ্দিন তোতা মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮), একই উপজেলার কুরচাই গ্রামের আবু সাঈদের ছেলে ইকরাম (২৪), গোলাবাড়ী গ্রামের খোকা মিয়ার ছেলে রিফাত (২১) ও বাকি একজনের বাড়ি শেরপুর জেলায়। তার পরিচয় জানা যায়নি। নিহতরা সৌদি আরবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।</p> <p>শনিবার (২১ ডিসেম্বর) সৌদির স্থানীয় সময় সকালে মদিনা নগরীর রাদায়াতে এ দুর্ঘটনা ঘটে। </p> <p>নিহতদের পরিবার সূত্র জানায়, গত ২১ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১১টার দিকে কাজ শেষ করে ৮-১০ জন শ্রমিক গাড়িতে বাসায় ফিরছিলেন। মদিনার রামাদা এলাকায় পেছন থেকে একটি গাড়ি শ্রমিকদের ময়লার গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলে চারজন শ্রমিক নিহত হন ও দুজন শ্রমিক আহত হন। </p> <p>নিহত ইকরামের বাবা বলেন, ‘ছেলের মৃত্যুর খবর পেয়ে পরিবারে শোকের মাতম চলছে। ছেলের মা ও স্ত্রী শোকে পাথর হয়ে গেছে। ছেলে দুই বছর বয়সের একটি সন্তান রেখে গেছে। শিশুটি মৃত্যু কী বোঝে না। শুধু মানুষের মুখের দিকে তাকিয়ে থাকে।’</p> <p>পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। নিহতের খবরে তিনটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তারা এখন লাশের অপেক্ষায় আছে। লাশ আনার জন্য প্রক্রিয়া শুরু করা হবে।’</p>