<p>সৌদি আরবে কাজ শেষে বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ের তিন যুবক নিহত হয়েছেন। গত শনিবার সৌদি সময় সকাল ১১টায় মদিনা নগরীর রাদায়াতে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা গত মঙ্গলবার তাঁদের মৃত্যুর খবর পান। নিহতরা  হলেন উপজেলার পাগলা থানাধীন পাইথল গ্রামের বদরউদ্দিন তোতা মিয়ার ছেলে সুমন মিয়া (৩৮), কুরচাই গ্রামের আবু সাঈদের ছেলে ইকরাম (২৪) ও গোলাবাড়ী গ্রামের খোকা মিয়ার ছেলে রিফাত (২১)। তাঁরা সৌদি আরবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের লোকজন লাশের অপেক্ষায় আছেন।</p> <p>নিহতদের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সৌদি আরব সময় সকাল ১১টার দিকে কাজ শেষ করে আট-১০ জন শ্রমিক গাড়িতে বাসায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।</p> <p> </p>