<p>ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার বাসের সঙ্গে জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছে। কয়েক দিনের মধ্যে এটি বড় ধরনের দ্বিতীয় সড়ক দুর্ঘটনা বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।</p> <p>সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মোহাম্মদ মেহদি সাজ্জাদী সরকারি বার্তা সংস্থা ইরনাকে বলেন, ‘জাহেদানের কাছে একটি বাসের সঙ্গে একটি জ্বালানি ট্যাংকারের সংঘর্ষে ৯ জন প্রাণ হারিয়েছে এবং আরো ১৩ জন আহত হয়েছে।’</p> <p>এর আগে ইরানের পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশে শনিবার আরেকটি বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ইরানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১০" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/21/1734789221-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ইরানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১০</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/12/21/1459856" target="_blank"> </a></div> </div> <p>ইরানে সড়ক নিরাপত্তার অবস্থা খারাপ। দেশটিতে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ২০ হাজারেরও বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে বলে বিচার বিভাগের ফরেনসিক মেডিসিন সংস্থার উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।</p> <p>গত আগস্ট মাসে ইরানের মধ্যাঞ্চলে ইরাকে যাওয়ার সময় ২৮ জন পাকিস্তানি মুসলিম তীর্থযাত্রী বাস দুর্ঘটনায় নিহত হয়। এ ছাড়া দরিদ্র সিস্তান-বেলুচিস্তান প্রদেশ ২০০৪ সালে ইরানের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার একটি দেখেছিল। সে সময় একটি গ্যাসোলিন ট্যাংকার ও একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে ভয়াবহ আগুনে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়।</p> <p>সূত্র : এএফপি</p>