<p style="text-align:justify">সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে ভোমরার ব্যবসায়ীর ২৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনার প্রায় পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ছিনতাইয়ের মাস্টারমাইন্ড স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিককে গ্রেপ্তার ও ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।</p> <p style="text-align:justify">এ ঘটনায় ভোমরার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এক যৌথসভায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ভোমরা বন্দরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।</p> <p style="text-align:justify">ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. আব্দুল গফুর সরদার জানান, গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভোমরার মেসার্স মা ট্রেডার্সের স্বত্বাধিকারী জিএম আমির হামজার ব্যবসার ২৩ লাখ ৩৮ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় জনতা এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। </p> <p style="text-align:justify">তিনি বলেন, ছিনতাই হওয়া টাকা ফেরত, ছিনতাইকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদে সড়কে চলাচল ব্যবস্থা নিশ্চিত ও জননিরাপত্তার দাবিতে সোমবার (২৩ ডিসেম্বর) ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে হলরুমে এক জরুরি যৌথসভা অনুষ্ঠিত হয়।</p> <p style="text-align:justify">সভায় ভোমরা বন্দর ব্যবহারকারী ৮টি সংগঠনের উচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় ভোমরা বন্দরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কর্মসূচিতে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কর্মচারী ও কর্মকর্তারা অংশ নেবেন।</p> <p style="text-align:justify">এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ছিনতাইকৃত টাকা উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। </p> <p style="text-align:justify">এদিকে ওই ঘটনায় ব্যবসায়ী আমির হামজা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেন। পরে গ্রেপ্তার আসামি মেহেদী হাসান মুন্না শুক্রবার (২০ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। সে সময় সে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সঙ্গে সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিকসহ ৫ জন জড়িত থাকার কথা স্বীকার করেন।</p>