<p>আর্সেনালের হয়ে ক্যারিয়ারের ২৫০তম ম্যাচ খেলতে নামছিলেন বুকায়ো সাকা। ক্রিস্ট্যাল প্যালেসের বিপক্ষে মাইলফলকের ম্যাচটা রাঙানোর লক্ষ্যেই হয়তো নেমেছিলেন তিনি। তবে সব লক্ষ্যেই কি আর পূর্ণতা পায়। যেমন পায়নি আর্সেনাল ফরোয়ার্ডেরও। </p> <p>উল্টো যেভাবে মাঠ ছেড়েছেন তা হয়তো স্বপ্নেও কল্পনা করেননি সাকা। ২৫ মিনিটের সময় হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। পরে তো শেলহার্স্ট পার্ক ছাড়েন ক্রাচে ভর করে। তার এমন দৃশ্য দেখার পরেই আঁচ করা গিয়েছিল লম্বা সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। আজ সেই শঙ্কাই প্রমাণিত হয়েছে। দীর্ঘদিনের জন্যই মাঠের বাইরে থাকতে হবে তাকে।</p> <p>সাকার চোটের বিষয়টি আজ নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা। শিষ্যর চোটকে বড় ধাক্কার উল্লেখ করে আর্সেনাল কোচ বলেছেন, ‘ভালো সংবাদ নয়। সে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে যাচ্ছে। এটা বড় ধাক্কার। তবে ছাড়া ঘুরে দাঁড়ানো এখন আমাদের চ্যালেঞ্জ।’</p> <p>যথার্থই বলেছেন আর্তেতা। এই মৌসুমে সব মিলিয়ে মোট ৯ গোল ও ১৩ অ্যাসিস্ট করে দলের সেরা ফুটবলারও ২৩ বছর বয়স রাইট উইঙ্গার। তার না থাকাটা তাই নিশ্চিতভাবেই বড় ধাক্কার গানারদের। আগামীকাল আরেকটি পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে কত সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। তবে শোনা যাচ্ছে কমপক্ষে ৬ সপ্তাহ হতে পারে।</p>