<p>ভাঙ্গায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. নাইম মন্ডল (২০) নামের এক ভ্যানচালক মারা গেছেন। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের হাসামদিয়া মহল্লার আন্ডারপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।</p> <p>নাইম ভাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিলাধরচর মহল্লার আমিনুল ইসলাম মণ্ডলের ছেলে। তাদের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায়। তিনি কয়েক বছর ধরে পরিবার-পরিজন নিয়ে ভাঙ্গায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।</p> <p>স্থানীয় সূত্র জানায়, হাসামদিয়া মহল্লার সার্ভিস রোডে একটি বেপরোয়া গতির কাভার্ডভ্যানের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ভ্যানচালকের মৃত্যু হয়।</p> <p>ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহেল বাকী বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানচালক মো. আব্দুল কাদের (৪০) ও হেল্পার আলমগীরকে (২৪) আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।</p>