<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীতে সেনা অভিযানে হত্যা মামলার আসামিসহ ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অধীন ইউনিটগুলো অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে গত ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।  আইএসপিআর জানায়, রাজধানীর তেজগাঁও, মহাখালী, ধানমণ্ডি, মোহাম্মদপুর ও কামরাঙ্গীর চর এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতদের মধ্যে হত্যা মামলার আসামি, মাদক বিক্রেতা, চিহ্নিত চাঁদাবাজ এবং ভুয়া চাকরিদাতার মতো বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছে।</span></span></span></span></span></p>