<p>পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, ঢাকার অধিকাংশ পুলিশ সদস্যকে ৫ আগস্টের পর বদলি করা হয়েছে। যারা এখন এসেছেন তারা নতুন। তবে যারা মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ছিনতাইকারী, ওই লোকগুলো কিন্তু রয়ে গেছে।</p> <p>সোমবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইসিবি চত্বরে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে পুলিশ, ছাত্র-জনতা ও ক্যান্টনমেন্ট থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।</p> <p>পৃথিবীর কোথাও শতভাগ অপরাধমুক্ত সমাজ নেই মন্তব্য করে তিনি বলেন, 'এই অপরাধকে কীভাবে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় সেই দায়িত্ব পুলিশের পাশাপাশি আমাদের সবার।'</p> <p>অধিকাংশ পুলিশ বদলি হলেও অপরাধীরা রয়ে গেছে জানিয়ে তিনি বলেন, 'আপনারা চান জনবান্ধব পুলিশ, আমরা চাই পুলিশ বান্ধব জনগণ। </p> <p>সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ রয়েছে জানিয়ে তিনি বলেন, নিজ পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্বটুকু পালন করতে হবে।</p> <p>পুলিশ সম্পর্কে যে ভয় রয়েছে সেটা ঊর্ধ্বে রেখে আপনাদের পুলিশি সেবাটা নিতে হবে জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম আরো বলেন, পুলিশ শুধু আপনাকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধই না, আইনগতভাবেও বাধ্য। </p> <p>সমাজের ভালো লোকদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 'কিন্তু খারাপদের জন্য আমরা কঠোর হবো। ঢাকা মহানগরীকে নিরাপত্তা বলয়ে রাখতে চাই। আপনারা শুধু তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।'</p> <p>এই মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র-জনতা ও ক্যান্টনমেন্ট থানা এলাকার নাগরিকরা অতিরিক্ত পুলিশ কমিশনারের কাছে তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সবার সমন্বয়ে এমন মতবিনিময় সভার জন্য নাগরিকরা পুলিশকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান করেন তারা।</p> <p>মতবিনিময় সভায় গুলশান বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় প্রতিষ্ঠানের নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।</p>